বিশ্বকাপে ভারত, আইসিসির সিদ্ধান্ত মানছে না পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৪ পিএম, ১৮ এপ্রিল ২০২০
বিশ্বকাপে ভারত, আইসিসির সিদ্ধান্ত মানছে না পাকিস্তান

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ স্থগিত করেছে আইসিসি। ফলে ভারত-পাকিস্তান সিরিজ মাঠে না গড়ানোয় ভাগে পাওয়া ৩ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে ভারত। অন্যদিকে এখন বাছাইপর্বে খেলে বিশ্বকাপে যেতে হবে পাকিস্তানের।

সিরিজ না হওয়ায় সমান ৩ পয়েন্ট পেয়ে ভারতের পয়েন্ট এখন ২৩, আর সেখানে পাকিস্তানের পয়েন্ট ১৯। ফলে পাকিস্তানকে অপেক্ষায় রেখে বিশ্বকাপের মূল পর্বে চতুর্থ দল হিবেসে জায়গা পেয়েছে ভারত। আইসিসি এ সিদ্ধান্ত মেনে নিয়ে পারছে না পাকিস্তান।

আইসিসির এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি।

তিনি বলেন, এটা মেনে নেওয়া যায় না। ভারতের সঙ্গে সিরিজ খেলতে আমাদের আপত্তি ছিল না। তবে পয়েন্ট ভাগাভাগি হলো কেন?

সংবাদ মাধ্যমে তিনি আরও বলেন, এখন বোর্ডের প্রধান নির্বাহী, লিগ্যাল ডিপার্টমেন্ট এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে বিষয়টা নিয়ে পর্যালোচনা করব আমরা। সেখান থেকে একটা জায়গায় একমত হলে আমরা আনুষ্ঠানিক মন্তব্য জানাবো।

পাকিস্তানের সঙ্গে খেলতে নারাজ ছিল ভারত। ফলে নিয়মানুযায়ী, পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে খেলার টিকিট কাটতে পারতেন পাকিস্তানের নারীরা। তবে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় সেই আশায় গুঁড়েবালি হয়েছে পাকিস্তানে।

ভারত-পাকিস্তান সিরিজটি ২০১৯ সালের জুলাই থেকে নভেম্বরের মধ্যে হওয়ার কথা ছিল। তবে ভারত খেলতে রাজি না হওয়ায় সিরিজের কোন খেলাই মাঠে গড়ায়নি।

এদিকে ভারত ছাড়াও আইসিসি নারী বিশ্বকাপে স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপ নিশ্চিত নিউজিল্যান্ডের। তাদের সংগ্রহ মাত্র ১৭ পয়েন্ট। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপে খেলা বাকি দুই দল ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৩ এবং শ্রীলঙ্কার সংগ্রহ মাত্র ৫ পয়েন্ট।

২০২১ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য এ নারী ওয়ানডে বিশ্বকাপে ৮ দল অংশ নেবে। ফলে এখনও ৩ দলের জন্য সুযোগ রয়েছে। চলতি বছরের জুলাই মাসে শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাছাইপর্বের খেলা।

নারী চ্যাম্পিয়নশিপের তিন দল পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা; ওয়ানডে স্ট্যাটাস থাকা দুই দল বাংলাদেশ ও আয়ারল্যান্ড এবং আঞ্চলিক বাছাই পেরিয়ে আসা পাঁচদল- থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি, যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ডস বাছাইপর্বে খেলবে।



শেয়ার করুন :


আরও পড়ুন

বোনাস পয়েন্টে পাকিস্তানের অপেক্ষা বাড়িয়ে বিশ্বকাপে ভারত

বোনাস পয়েন্টে পাকিস্তানের অপেক্ষা বাড়িয়ে বিশ্বকাপে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপ পেছানোর দাবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ পেছানোর দাবি

আইপিএল নিয়ে শ্রীলঙ্কার প্রস্তাবে ভারতের না

আইপিএল নিয়ে শ্রীলঙ্কার প্রস্তাবে ভারতের না

কর্মীদের বেতন কাটলো ক্রিকেট অস্ট্রেলিয়া

কর্মীদের বেতন কাটলো ক্রিকেট অস্ট্রেলিয়া