ডি ভিলিয়ার্সের স্বপ্নে করোনা বাধা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪১ পিএম, ১৩ এপ্রিল ২০২০
ডি ভিলিয়ার্সের স্বপ্নে করোনা বাধা

ফাইল ছবি

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বিশ্ব ক্রীড়াঙ্গন এখন থমকে আছে। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও অনেকেই শঙ্কা প্রকাশ করছে। আর ওই বিশ্বকাপ নিয়ে অনেকের স্বপ্নও আকাশ ছোঁয়া। যেমনটা দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও খেলোয়াড় এবি ডি ভিলিয়ার্সের। এই বিশ্বকাপকে সামনে রেখে অবসর ভেঙ্গে ক্রিকেটে ফেরার ইচ্ছা ছিল তার। কিন্তু বিশ্বকাপ যদি এ বছর না হয়, তবে ক্যারিয়ার নিয়ে নতুনভাবে ভাবতে হবে বলে জানালেন ডি ভিলিয়ার্স।

দক্ষিণ আফ্রিকার স্থানীয় সাপ্তাহিক একটি পত্রিকায় ডি ভিলিয়ার্স বলেন, ‘যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ এক বছর পিছিয়ে যায়, তাহলে অনেক কিছুই বদলে যাবে। এই মূর্হুতে আমার মনে হচ্ছে আমি খেলার মতো অবস্থায় আছি, আমার শরীর এখন খেলার জন্য প্রস্তুত। কিন্তু এক বছর পিছিয়ে গেলে সে সময় আমার শরীরের অবস্থা কী থাকবে, আমি ফিট থাকব কি-না তা জানি না।’

করোনাভাইরাসের কারণে দক্ষিণ আফ্রিকায় ৩৫ দিনের লকডাউন চলছে। তাই গৃহবন্দি থেকে ঘরে থেকেই ফিটনেস চর্চা করছেন ডি ভিলিয়ার্স। জানুয়ারির পর থেকে ক্রিকেটের বাইরে আছেন তিনি। তাই নিজের ফিটনেস নিয়ে শঙ্কায় আছেন ডি ভিলিয়ার্স।

শত তাগ ফিটনেস না থাকলে খেলবেন না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি, ‘ জানুয়ারি থেকে খেলার বাইরে রয়েছি আমি। ফিটনেস নিয়ে এখন কাজ করা যাচ্ছে না। আমি শারীরিকভাবে যে অবস্থায় থাকতে চাই, শতভাগ সেই অবস্থায় থাকলেই খেলার ইচ্ছা বোর্ডকে বলবো। তা না হলে আর খেলার আগ্রহের কথা বলবো না। কারণ অন্তত ৮০ ভাগ ফিটনেস না থাকলে আমি খেলে যাওয়ার মানুষ নই।’

ফিটনেস ঠিক না থাকলে কোচকেই জানিয়ে দিবেন খেলতে চান না ডি ভিলিয়ার্স। তিনি বলেন, ‘আমি জানুয়ারিতে সর্বশেষ খেলেছি। এরপর থেকেই মাঠ ও জিমের বাইরে রয়েছি। আগামী তিন মাসও হয়তো আমার আর খেলা হবে না। আমার শারীরিক অবস্থা ততদিনে বদলে যেতে পারে। কোচ মার্ক বাউচারকে তখন আমার বলতে হতে পারে, আমার খেলার ইচ্ছা ছিল কিন্তু এখন আর পারব না। শরীর সায় দিচ্ছে না। অন্য কোনো ভূমিকায় থাকতে পারলে ভালো লাগবে।’



শেয়ার করুন :