ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের মধ্যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যা ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে করোনার কারণে ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। তবে একই তারিখ পর্যন্ত ভারতজুড়ে চলা লকডাউন শেষ হলেও নির্ধারিত তারিখে আইপিএল শুরু সম্ভব নয় বলে মনে করছেন ইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্লা।
তিনি বলেন, ‘আইপিএলের জন্য কোনও প্রস্তুতিই হয়নি। এখন আমাদের অগ্রাধিকার করোনাভাইরাস নিয়ে। এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে মানুষের প্রাণ বাঁচানোতেই গুরুত্ব¡ দিচ্ছি আমরা।’
তবে কি হবে তার সবকিছুই সরকারের উপর নির্ভর করছে বলে জানান শুক্লা। তিনি বলেন, ‘সবকিছুই সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আমরা সরকারের সিদ্ধান্ত মেনে চলব। যাই হোক এই পরিস্থিতিতে ১৫ এপ্রিল থেকে বা পরে আইপিএল হওয়া একেবারেই অসম্ভব।’
করোনাভাইরাসের কারণে ১১ মার্চ ভারতে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। ভারতের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল ১৫ এপ্রিল পর্যন্ত। তবে বিদেশী খেলোয়াড়রা অনেকেই চাইছেন রুদ্ধদার স্টেডিয়ামে হলেও আইপিএল শুরু হোক।
করোনাভাইরাসের কারণে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে মোট ৬৭৭১ জন আর মারা গিয়েছে ২২৮ জন। অপরদিকে সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৬৩৫ জন।