দ.আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৩ এএম, ২৯ অক্টোবর ২০১৭
দ.আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান

টি-টুয়েন্টি ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহ স্বাদ পেল বাংলাদেশ। গতরাতে ব্লুমফন্টেইনে সিরিজের প্রথম ম্যাচে প্রোটিয়াদের ছুঁড়ে দেয়া ১৯৬ রানের জবাবে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৭৫ রান করে টাইগাররা। যা টি-টোয়েন্টি ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি সর্বোচ্চ দলীয় সংগ্রহ বাংলাদেশের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছোট ফরম্যাটে বাংলাদেশের আগের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ১৪৪ রান। ২০০৭ সালে কেপটাউনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১২তম ম্যাচে ঐ স্কোর করেছিল টাইগাররা। ঐ ম্যাচটি ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৫ উইকেটে ১৯০ রান। ২০১২ সালে আয়ারল্যান্ডের বেলফাষ্টে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৫ উইকেটে ১৯০ রান করেছিল টাইগাররা। এরপর ঐ ম্যাচ ৭১ রানে জিতে নেয় মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দলটি।



শেয়ার করুন :