শঙ্কায় এশিয়া কাপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৩ এএম, ২৭ মার্চ ২০২০
শঙ্কায় এশিয়া কাপ

এশিয়া কাপের আসন্ন টি-টোয়েন্টি আসরে স্বাগতিক পাকিস্তানে ভারত খেলতে না যাওয়া নিয়ে বেশ জল ঘোলা করা হয়েছে। শেষ পর্যন্ত নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনে সম্মত হয়েছে পাকিস্তান। তবে এবার প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়ার শঙ্কায় পড়েছে এশিয়া কাপের আসর।

পাকিস্তানে ইতোমধ্যে তিন ফরম্যাটের ক্রিকেট ফিরিয়েছে। তবে এশিয়া কাপের আসর নিজেদের মাটিতে আয়োজন করতে পারবে না পাকিস্তান। কারণ, পাকিস্তান সফরে যাবে না ভারত। ফলে এশিয়া কাপের আগামীর আসর সংযুক্ত আরব আমিরাতে করার সিদ্ধান্ত এ মাসেই চূড়ান্ত করার কথা ছিল।

চলতি মাসে আইসিসির সভায় এশিয়া কাপ নিয়ে আলোচনার কথা ছিল এসিসির। তবে করোনা ভাইরাসের জন্য এ মাসে আইসিসির সভা বাতিল হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মাসে সভা করবে আইসিসি।

ভিডিও কনফারেন্সে সভা করলেও এশিয়া কাপের পরবর্তী আসর নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে না আইসিসি। কারণ, আগামী জুন পর্যন্ত সকল ধরনের ক্রিকেট আসর স্থগিত করেছে আইসিসি। তাই এখনই এশিয়া কাপের পরবর্তী আসর নিয়ে কোন সিদ্ধান্ত নেবে না আইসিসি, এমনটা নিশ্চিতই।

তবে একটি সূত্র বলছে, ‘এশিয়া কাপেরও কিছু ম্যাচ দেশের মাটিতে আয়োজন করার চেষ্টা করছে পাকিস্তান। যাতে অনুমতি পেতেও পারে পাকিস্তান।’

এসিসি এক্সিকিউটিভ বোর্ডের কাছে ইতোমধ্যে এ আবেদন করেছে পাকিস্তান। যদি নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজন করা হয়, তবে এশিয়া কাপ টি-টোয়েন্টির কিছু ম্যাচ যেন দেশের মাটিতে আয়োজন করার সুযোগ দেওয়া হয়।

ভারত বাদে অন্য তিন দল- শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচগুলো নিজ মাঠে আয়োজন করতে চায় পাকিস্তান।

এদিকে করোনাভাইরাসের কারণে ইতোমধ্যে বিশ্ব ক্রীড়াঙ্গনের বড় বড় ইভেন্ট বাতিল হয়েছে। বছরের সর্বোচ্চ ইভেন্ট অলিম্পিকও পিছিয়ে গেছে এক বছর। স্থগিত রাখা হয়েছে ক্রিকেটের সবরকমের সিরিজ।



শেয়ার করুন :


আরও পড়ুন

 বিশ্বকাপ বাছাইপর্ব স্থগিত করলো আইসিসি

 বিশ্বকাপ বাছাইপর্ব স্থগিত করলো আইসিসি

ভারত লকডাউনে আইপিএল নিয়ে নতুন শঙ্কা

ভারত লকডাউনে আইপিএল নিয়ে নতুন শঙ্কা

ইংলিশ ক্রিকেট মৌসুম নিয়েও শঙ্কা

ইংলিশ ক্রিকেট মৌসুম নিয়েও শঙ্কা

করোনা প্রতিরোধে এবার পাক ক্রিকেটাররা

করোনা প্রতিরোধে এবার পাক ক্রিকেটাররা