নিজ দেশে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে রিজার্ভ ডে রাখার প্রস্তাব দিতে পারে স্বাগতিক অস্ট্রেলিয়া। আইসিসি ক্রিকেট কমিটির বৈঠকে এ প্রস্তাব দিতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
চলতি মাসে শেষ হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নক-আউট পর্বে রিজার্ভ ডে না রাখায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়ে আইসিসিকে। সেমিফাইনালে বৃষ্টির কারণে খেলা না হওয়ায় এবং রিজার্ভ ডে না থাকায় শেষ চার থেকে বিদায় নেয় ইংল্যান্ড। অন্যদিকে গ্রুপ পর্বে পয়েন্ট বেশি থাকায় না খেলেই ফাইনালে উঠে ভারত।
আইসিসির বর্তমান নিয়ম অনুযায়ী পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও মেলবোর্নের ফাইনালের আগে কোন রিজার্ভ ডে নেই। ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আইসিসির এক মুখপাত্র বলেছেন, সিএ’র দেওয়া শর্তগুলো বছরের মাঝামাঝি আইসিসির ক্রিকেট কমিটির বৈঠকে আলোচনা হবে।
দ্য চিফ এক্সিকিউটিভ কমিটির (সিইএস) সদস্য সিএর প্রধান নির্বাহী কেভিন রবার্টস জানিয়েছেন, সিইএস সভায় টি-টোয়েন্টি বিশ্বকাপে রিজার্ভ ডে নিয়ে আলোচনা হবে।
তিনি বলেন, ‘যেকোন টুর্নামেন্ট বা মৌসুম শেষে সেটির একটি প্রতিচ্ছবি থাকা কারণ রয়েছে। কারণ, ভবিষ্যত টুর্নামেন্টের জন্য কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। এমনও কিছু মানুষ রয়েছেন, যারা পুরুষদের সেমিফাইনালে রিজার্ভ ডে থাকার পরামর্শও দেন। তবে নারী বিশ্বকাপে কোন রিজার্ভ ডে না থাকায় ইংল্যান্ড দলের ভাবনা কী সে বিষয়ে আমি নিশ্চিত নই।’
রবার্টস জানান, সাধারণত টুর্নামেন্ট শুরুর আগে খেলার কন্ডিশনগুলো ঠিক করা হয়। তিনি বলেন, ‘আমরা একই টুর্নামেন্টে নারী-পুরুষের দু’টি ইভেন্ট এখানে পেয়েছি। তবে বছরের ভিন্ন ভিন্ন সময়ে এটা অনুষ্ঠিত হবে।’
গত বছর ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে রিজার্ভ ডে রাখা হয়েছিল। নারী-পুরুষ উভয়ের ওয়ানডে টুর্নামেন্টে নিয়ম মাফিক খেলার কন্ডিশন ছিল।