যে কারণে পিএসএল স্থগিত করতে বাধ্য হলো পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৭ পিএম, ১৭ মার্চ ২০২০
যে কারণে পিএসএল স্থগিত করতে বাধ্য হলো পাকিস্তান

ফাইল ছবি

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করনোভাইরাসের বিস্তার ঠেকাতে রুদ্ধদার স্টেডিয়ামে পিএসএলের খেলা অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সেটি আর সম্ভব হয়নি। বাধ্য হয়ে স্থগিত করতে হয়েছে পিএসএলের খেলা।

জানা গেছে, বিদেশি খেলোয়াড়দের শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় স্থগিত করা হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-টোয়েন্টি লিগ। যেখানে স্থগিত ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পর পিএসএলের সেমিফাইনাল ম্যাচের সূচি ছিল।

গত সপ্তাহে ঘোষণা করা হয়, করনোভাইরাসের বিস্তার ঠেকাতে রুদ্ধদার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পিএসএলের নক আউট পর্ব। যে কারণে রোববারের নির্ধারিত ফাইনাল ম্যাচটি বুধবার (১৮ মার্চ) এগিয়ে আনা হয়। তবে সেটিও আর হলো না।

পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন, বিদেশি খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়ায় বাধ্য হয়েই পিএসএল স্থগিত করা হয়।

বিদেশি খেলোয়াড়ের নাম প্রকাশ না করে ওয়াসিম খান বলেন, ‘সে একজন বিদেশি খেলোয়াড়। সে এখন পাকিস্তানে নেই। গত ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।’

বর্তমানে করোনাভাইরাসের বিস্তার বেড়ে যাওয়ায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা পাকিস্তান ছেড়েছেন।

খান আরও বলেন, ‘পিএসএলে অংশ নেওয়া সকল খেলোয়াড়ের পরীক্ষা-নিরীক্ষা করার প্রক্রিয়া সহজ করা হয়েছে। পিসিবি আশা করে, সমাজে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসলে সকলে দ্রুতই সুস্থ হয়ে উঠবে, নিয়মমাফিক জীবন যাপন হবে এবং ভক্তদের মাঝে ক্রিকেট ফিরিয়ে আনতে পারব।’

করোনাভাইরাসের কারণে বাংলাদেশ দলের তৃতীয় ও শেষ দফার সফর স্থগিত করেছে পাকিস্তান। সোমবার বাংলাদেশের সফর স্থগিত ষোষণা দেওয়ার সময় দেশটিতে আসন্ন পাকিস্তান ওয়ানডে কাপও স্থগিত করেছে পাকিস্তান। তবে পিএসএল নিয়ে কোন কথা বলেনি। অবশেষে তার পরদিন বাধ্য হলো পিএসএলের খেলা স্থগিত করতে।

প্রাণঘাতী করোনাভাইরাসে পাকিস্তানে এখন পর্যন্ত ১৮৭ জন আক্রান্ত হয়েছেন। তবে এখনো কোন মৃত্যু খবর পাওয়া যায়নি। সারা বিশ্বে এ ভাইরাসেন আক্রান্তের সংখ্যা প্রায় দুই লাখ। আর মৃত্যু হয়েছে ৭ হাজার একশজনের।



শেয়ার করুন :


আরও পড়ুন

অবশেষে স্থগিত হলো পিএসএল

অবশেষে স্থগিত হলো পিএসএল

দক্ষিণ আফ্রিকায় সবধরনের ক্রিকেট ম্যাচ স্থগিত

দক্ষিণ আফ্রিকায় সবধরনের ক্রিকেট ম্যাচ স্থগিত

বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর স্থগিত

বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর স্থগিত

এবার স্থগিত হলো ঢাকা প্রিমিয়ার লিগ

এবার স্থগিত হলো ঢাকা প্রিমিয়ার লিগ