করোনাভাইরাসের কারণে ইতোমধ্যে পিছিয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। এবার আয়োজন ক্ষেত্রেও আসতে পারে পরিবর্তন। ক্রিকেটের জনপ্রিয় এ আসরটি ছোট আকারে করা হবে বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।
২৯ মার্চ (রোববার) থেকে শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে ১৫ এপ্রিল পর্যন্ত পেছানো হয়েছে আইপিএল। শনিবার (১৩ মার্চ) সব ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সঙ্গে বৈঠক করেন বোর্ড কর্তারা। মার্চ মাসের শেষে আবারও ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বসবে বোর্ড।
আইপিএল আয়োজন করা হলে কেমন হবে আইপিএল তা নিয়ে কয়েকটা বিকল্প আলোচনা হয় গভর্নিং কাউন্সিলের বৈঠকে। তবে আপাতত আইপিএল হলেও তা ছোট করার কথা ভাবছে বিসিসিআই।
ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে সৌরভ বলেছেন, ‘আইপিএল অবশ্যই হবে। আর এটা যদি ১৫ এপ্রিলের পর হয় তাহলে বুঝতেই পারছেন ১৫ দিন চলেই যাচ্ছে। তখন তো ছোট করতেই হবে। কতটা ছোট, কতগুলো ম্যাচ সেটা এখনই বলা যাবে না।’
৮টি দলকে দুটো গ্রুপে ভাগ করে আইপিএল করারও আলোচনা হয় শনিবারের বৈঠকে। সেক্ষেত্রে দুটো গ্রুপের সেরা দুটো দল যাবে প্লে অফে। প্রতিদিন দুটি করে ম্যাচ করা নিয়েও আলোচনা হয়। বর্তমান পরিস্থিতিতে দুই বা তিনটি ভেন্যুতে আইপিএলের ম্যাচ করার চিন্তা ভাবনাও রয়েছে।
একই সঙ্গে দর্শকশূন্য স্টেডিয়ামে পুরো আইপিএল করার পরিকল্পনাও রয়েছে সৌরভের বোর্ডের।
তবে আইপিএল আয়োজন করার থেকেও ক্রিকেটার, ফ্যান, টুর্নামেন্টের সঙ্গে যুক্ত প্রত্যেকের স্বাস্থ্য সুরক্ষাই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ভারতীয় বোর্ড।