টি-টোয়েন্টিতে অভিষেক হলো হাসান মাহমুদের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৬ পিএম, ১১ মার্চ ২০২০
টি-টোয়েন্টিতে অভিষেক হলো হাসান মাহমুদের

ছবি: বিসিবি

বাংলাদেশের ৬৮তম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হলো ডান-হাতি পেসার হাসান মাহমুদের। বুধবার (১১ মার্চ) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে একাদশে সুযোগ পাওয়ায় ছোট সংস্করণে অভিষেক ঘটে ২০ বছর বয়সী হাসানের।

গত জানুয়ারিতে পাকিস্তানে প্রথম দফার সফরে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন হাসান। কিন্তু কোন ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলেও ছিলেন হাসান। তবে সেবারও ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। অবশেষে আজ টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হলো হাসানের।

সর্বশেষ বঙ্গবন্ধু বিপিএলে বল হাতে বড় চমক দেখাতে না পারলেও, পেস বোলিং বৈচিত্র্যতা দেখিয়েছেন হাসান। এছাড়া দ্রুতগতির পেসে পারদর্শীতাও দেখিয়েছেন ঢাকা প্লাটুনের হয়ে খেলা হাসান। বঙ্গবন্ধু বিপিএলে ১৩ ম্যাচে ৩৭৯ রানে ১০ উইকেট শিকার করেছিলেন তিনি। বঙ্গবন্ধু বিপিএলই ছিল হাসানের প্রথম আসর। ঐ আসর দিয়েই টি-টোয়েন্টি ক্রিকেটে পথ চলা শুরু হয় হাসানের।

এদিকে হাসানের অভিষেক ম্যাচে প্রথমবারের মত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ হলো জিম্বাবুয়ের ডান-হাতি পেসার চার্লটন টিসুমার। জিম্বাবুয়ের ৬১তম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি অভিষেক হলো তার। এবারের বাংলাদেশ সফরেই টেস্ট ও ওয়ানডে অভিষেকও হয়েছে টিসুমার।



শেয়ার করুন :


আরও পড়ুন

মুজিব বর্ষের ক্রিকেট উৎসব স্থগিত

মুজিব বর্ষের ক্রিকেট উৎসব স্থগিত

টেস্ট সিরিজ খেলতে জুনে ঢাকা আসছে অস্ট্রেলিয়া

টেস্ট সিরিজ খেলতে জুনে ঢাকা আসছে অস্ট্রেলিয়া

আইপিএল বন্ধের দাবিতে মামলা

আইপিএল বন্ধের দাবিতে মামলা

পেসারদের মধ্যে একটা চ্যালেঞ্জ কাজ করছে : হাসান

পেসারদের মধ্যে একটা চ্যালেঞ্জ কাজ করছে : হাসান