তিন ফরম্যাটেই হোয়াইটওয়াশ, নাকি জিম্বাবুয়ের কিছু প্রাপ্তি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ১০ মার্চ ২০২০
তিন ফরম্যাটেই হোয়াইটওয়াশ, নাকি জিম্বাবুয়ের কিছু প্রাপ্তি

টেস্ট ও ওয়ানডে সিরিজে সফররত জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের পর এবার টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নেওয়ার পর এবার দ্বিতীয় ম্যাচে জয় পেলেই তিন ফরম্যাটে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করবে টাইগাররা।

সফরের শুরুতে একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারায় বাংলাদেশ। এরপর সিলেটের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে টাইগাররা। টেস্ট ও ওয়ানডেতে শতভাগ সাফল্যের পর টি-টোয়েন্টি সিরিজও জয় দিয়ে শুরু করে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪৮ রানের ব্যবধানে জয় তুলে নিয়েছে টাইগাররা।

এদিকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (১১ মার্চ) দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ জিতলেই ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতবে বাংলাদেশ। সেই সাথে প্রায় এক মাসের সফর জয় ছাড়াই শেষ করবে জিম্বাবুয়ে।

অষ্টম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করার পর থেকে ক্রিকেটের তিন ফরম্যাটে বাজে সময় যাচ্ছিল টাইগারদের। তবে জিম্বাবুয়ের ওপর আধিপত্য বিস্তার করে স্বস্তির স্বাদ পেয়েছে টাইগাররা। বিশেষভাবে এ মাসের শেষ দিকে পাকিস্তানে তৃতীয় ও শেষ দফার সফরের আগে নিজেদের প্রস্তুতিটা ভালোভাবে সাড়লো বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে মুখোমুখি হওয়ার পর থেকে রেকর্ডের পর রেকর্ড গড়েছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তামিম ইকবাল ও লিটন দাস গড়েন রেকর্ড রানের জুটি। তাদের দেখানো পথে হেঁটে ঝড় তোলেন সৌম্য সরকারও।

এদিকে সিরিজের শেষ ম্যাচের আগে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, ‘ব্যাটসম্যানদের পারফরমেন্স দেখে আমি সত্যিই আনন্দিত। বিশেষভাবে টপ-অর্ডারে, তামিম ও লিটন। উইকেট কিছুটা কঠিন ছিল কিন্তু ব্যাটসম্যানরা ভালো করেছে। ব্যাটসম্যানরা তাদের শক্তির প্রমাণ দিয়েছে। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগতে পারি না। আমরা ভালো ক্রিকেট খেলেছি। তবে আমাদের ধারাবাহিক হতে হবে।’

শেষ টি-টোয়েন্টি ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি ভালো কিছু করতে মরিয়া জিম্বাবুয়ে। দেশটির অধিনায়ক শন উইলিয়ামস বলেছেন, ‘বোলিং করার সময় আমরা লেন্থ ভুল করি। ব্যাট হাতে টপ অর্ডারে বড় জুটি না হওয়া আমাদের ডুবিয়েছে।’

তিনি বলেন, ‘ওইসব জুটিগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এখানে ভালো করলে সম্ভবত আমরা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারতাম। ২শ’ রান চেজ করা অনেক বেশি চাপের। কিন্তু আমাদের শট নির্বাচন করার বিষয়ে আমাদের আরও বেশি সতর্ক হওয়া উচিত। এটি খুবই সাধারণ বিষয়।’



শেয়ার করুন :


আরও পড়ুন

মাশরাফির শেষ অধিনায়কত্বে জয় উপহার দিল টাইগাররা

মাশরাফির শেষ অধিনায়কত্বে জয় উপহার দিল টাইগাররা

নিজেদের রেকর্ড ভাঙলেন তামিম-লিটন

নিজেদের রেকর্ড ভাঙলেন তামিম-লিটন

মাশরাফির ‘বিদায়ী ম্যাচে’ রাজার অন্যরকম সেঞ্চুরি

মাশরাফির ‘বিদায়ী ম্যাচে’ রাজার অন্যরকম সেঞ্চুরি

জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়

জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়