জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি সব ফরম্যাটেই দাপট দেখাচ্ছে বাংলাদেশ। টপঅর্ডারের ব্যাটসম্যানরা রান পাওয়ায় তাইতো ব্যাট হাতে নিজেদের প্রমাণ করার সুযোগ হচ্ছে না শেষের দিকের ব্যাটসম্যানদের। অলরাউন্ডার মেহেদি হাসান জানিয়েছেন রান করার জন্য সবাই ক্ষুধার্ত ফলে সবার সুযোগ হচ্ছে না।
একমাত্র টেস্ট সিরিজ জয় এবং ওয়ানডেতে হোয়াইটওয়াশ করার পর টি-টোয়েন্টিও দাপটের সাথে শুরু করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৪৮ রানে হারায় বাংলাদেশ।
মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ দলের টিম হোটেলে টি-টোয়েন্টি দলের অলরাউন্ডার মেহেদি হাসান বলছিলেন জিম্বাবুয়েকে পাত্তা না দেওয়ার কথা। তিনি বলেন, ‘টেস্ট, ওয়ানডে থেকে টি-টোয়েন্টির প্রথম ম্যাচেও যেহেতু আমরা দাপট দেখিয়েছি, ওদেরকে পাত্তাই দিইনি। শেষ ম্যাচটাও ওইভাবে খেলতে চাইব।’
পুরো সফর জুড়ে বাংলাদেশি ব্যাটিং তাণ্ডব থামানোর কোনো উপায় খুঁজে পায়নি জিম্বাবুয়ে দল। টপ অর্ডার ব্যাটসম্যানদের কেউ না কেউ বড় রান করেছেই। এটা শেষ ম্যাচেও ধরে রাখার প্রত্যয় সবার মধ্যে।
মেহেদিও মনে করেন ব্যাটসম্যানদের সাফল্যেই কারণেই সিরিজে বাংলাদেশের এই দাপট। তিনি বলেন, ‘দুই দলের মধ্যে বড় পার্থক্যটা গড়ে দিয়েছে আমাদের ব্যাটসম্যানরাই। আমাদের দলের জন্য ইতিবাচক দিক হচ্ছে, আমাদের টপ অর্ডারে যে-ই খেলছে তাঁরা ম্যাচ শেষ করে আসছে। সবাই রানের জন্য ক্ষুধার্ত। এক থেকে পাঁচ পর্যন্ত যারা খেলছে তারাই ম্যাচ শেষ করে আসছে। বাকিদের সুযোগই হচ্ছে না।’