হাতে মেহেদীর রঙ মুছে যাওয়ার আগেই দলে ডাক পান। ঘরে নতুন নববধূকে রেখে মাঠে নামেন সৌম্য সরকার। বিয়ের পর প্রথম ম্যাচ খেলেতে নেমেই খেললেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস....
টি-২০ ক্রিকেটে ক্যারিয়ার সেরা ব্যক্তিগত রানের স্বাদ পেলেন বাংলাদেশের বাঁ’হাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে সৌম্য ৩২ বলে অপরাজিত ৬২ রান করেন। ইনিংসে ৪টি চার ও ৫টি ছক্কা হাঁকান তিনি।
সৌম্যর আগের সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিলো ৫১। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ঢাকায় শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ওপেনার হিসেবে নেমে ৬টি চার ও ২টি ছক্কায় ৩২ বলে ৫১ রান করেছিলেন তিনি।
আজ ওই স্কোরকে ছাপিয়ে টি-২০ ক্রিকেটে ক্যারিয়ার সেরা ব্যক্তিগত রানের স্বাদ নেন সৌম্য। আর ২১ ইনিংস পর নিজের ৪৯তম ম্যাচে ৩০তম বলে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ নেন সৌম্য।
বিয়ে করে বদলে গেছেন লিটন দাস। মানসিকতায় এসেছে ব্যাপক পরিবর্তন। টেকনিকে পরিপক্বতা এসেছে। হয়তো সে কারণে ব্যাটে ছোটাচ্ছেন রানের ফোয়ারা। মিডিয়ায় তা অসংখ্যবার বলেছেন এ ওপেনার।
সৌম্যর ক্ষেত্রেও কি একই ঘটনা ঘটছে? লাজুক স্বভাবের সৌম্য অবশ্য পরিবর্তনের আভাসই পাচ্ছেন। সেটি বলতেও দ্বিধা করেননি তিনি। তিনি বলেন, মাত্র কদিন আগে বিয়ে করেছি। এর পর একটা ম্যাচ খেললাম। নিজের মধ্যে পরিবর্তনের আভাস পাচ্ছি। আরও চেঞ্জ আসবে বলে অনুভব হচ্ছে। যেটি বোঝা যাচ্ছে।
উল্লেখ্য, কনে পূজার সাথে ২৬ ফেব্রুয়ারি গায়ে হলুদ ও ২৮ ফেব্রুয়ারি বিয়ের কাজ সম্পন্ন করেন সৌম্য সরকার।