ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর মাঠে গড়ানোর কথা রয়েছে চলতি মাসের শেষ দিকে। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি আইপিএলের সূচি পরিবর্তন হবে না বলে আশ্বস্ত করলেও এবার শঙ্কা জেগেছে আইপিএল নির্ধারিত সময়ে আয়োজন নিয়ে।
বিশ্বের প্রায় ১শ’ র অধিক দেশে ইতোমধ্যে শনাক্ত করা গেছে করোনাভাইরাস। বাংলাদেশে মাত্র ৩ জন শনাক্ত করা গেলেও ভারতে শনাক্তকারীর সংখ্যা ৩০ এর অধিক। করোনাভাইরাসের কারণে এবার বন্ধ হওয়ার শঙ্কায় আইপিএল। আইপিলের সময় পিছিয়ে যাওয়ার শঙ্কাটা আরও বেশি জোরালো হয়েছে স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপের একটি মন্তব্যে।
সোমবার (৯ মার্চ) তিনি বলেছেন, ‘‘একসঙ্গে প্রচুর মানুষ জমায়েত হলে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা বেড়ে যায়। এ রকম প্রতিযোগিতা পরেও আয়োজন করা যায়। আইপিএল বাতিল হয়ে যাবে কি না এই নিয়ে আলোচনা চলছে।’’
তবে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে এখন পর্যন্ত কোনও উদ্বেগ প্রকাশ করেনি। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি আগেই বলেছেন, ‘‘আমরা আইপিএল নিয়ে সমস্ত রকম সতকর্তামূলক ব্যবস্থা নেব। জানি না এটা ঠিক কী। আমাদের মেডিক্যাল টিমই এ ব্যাপারে বলতে পারবে। মেডিক্যাল টিম হাসপাতালগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে।’’
উল্লেখ্য, ইতোমধ্যে বিশ্বের কয়েকটি দেশে বন্ধ করে দেওয়া হয়েছে ফুটবল ম্যাচ। এছাড়া শঙ্কা জেগেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আয়োজিত এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচ নিয়ে।