ম্যাচের আগেই সুংবাদটি পেয়েছিলেন সৌম্য

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৯ এএম, ১০ মার্চ ২০২০

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সহজেই জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ের পেছনে ব্যাট হাতে অবদান রাখায় পুরস্কারও পেয়েছেন সদ্য বিয়ে করা সৌম্য সরকার।

ব্যাট হাতে ম্যাচ সেরা খেলা খেললেও রোবাবর প্রকাশিত বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকায় ছিলেন না সৌম্য সরকার। অর্থাৎ ২০২০ সালের জন্য বিসিবি যে ১৬ জনকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে সেখানে নাম ছিল না তার।

বিষয়েটি নিয়ে সংবাদ প্রকাশের পর বিসিবি টনক নড়ে। বিসিবি থেকে বলা হয়, তালিকা কাটছাট করতে গিয়ে ‘ভুলবসত’ তার নাম বাদ পড়েছে। পড়ে তার নাম তালিকাভুক্ত করা হয়। এর ফলে ২০২০ সালের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়ের সংখ্যা দাঁড়ায় ১৭ জনে।

সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে আশা সৌম্য সরকারের কাছে জানতে চাওয়া হয়, চুক্তির বিষয়টি তিনি কখন জেনেছেন? প্রথমত বলতে একটু দ্বিধাবোদ করলেন পরে জানান, ‘আসলে ম্যাচ শুরুর আগেই বিষয়টি জেনেছি।’

চুক্তিতে না থাকায় মন খারাপ হয়েছিল কি না- এ বিষয়ে জানতে চাইলে সৌম্য বলেন, ‘সত্য হলো ওটা (চুক্তি) নিয়ে চিন্তা করি নাই। চিন্তা ছিল বিয়ের পর প্রথম ম্যাচ খেলতে যাচ্ছি, সো ফোকাস বেশি ওই দিকে ছিলাম। ওই জিনিসটা তো আমার হাতে নাই, আমি চাইলেও চেঞ্জ করতে পারবো না, সো ওই জিনিসটা নিয়ে চিন্তা করি নাই ওতো।’

বিয়ের পর প্রথম ম্যাচ খেলতে নামছেন কিন্তু চাকরি নাই এ রকম কিছু মনে হয়েছিল কিনা- এমন প্রশ্নে ‘না’ জবাব দিলে সবাই হেসে উঠেন।

নিজের ব্যাটিং পজিশন নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমি যেভাবে সবসময় খেলেছি উপরে খেলে এসেছি, টিমের প্রয়োজন হয়েছে ৬-৭ এ খেলেছি। যে সময় যেখানেই খেলেছি, চেষ্টা করেছি নিজেকে প্রমাণ করার। অনেকদিন পরে যেহেতু এ জায়গায় নেমেছি, চেষ্টা করেছি নিজের জায়গাটা যেন ধরতে পারি। ওটাই মাথায় ছিল।’



শেয়ার করুন :


আরও পড়ুন

কেন্দ্রীয় চুক্তিতে নতুন পাঁচজন, বাদ মাশরাফি

কেন্দ্রীয় চুক্তিতে নতুন পাঁচজন, বাদ মাশরাফি

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতেও বাংলাদেশের শুভ সূচনা

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতেও বাংলাদেশের শুভ সূচনা

নিজেদের রেকর্ড ভাঙলেন তামিম-লিটন

নিজেদের রেকর্ড ভাঙলেন তামিম-লিটন

জিম্বাবুয়ের সাথে সর্বোচ্চ এবং তৃতীয়বারের মতো দুইশ

জিম্বাবুয়ের সাথে সর্বোচ্চ এবং তৃতীয়বারের মতো দুইশ