করোনাভাইরাসের সংক্রমন থেকে নিরাপদে থাকার জন্য ইংল্যান্ডের ক্রিকেটাররা করমর্দন থেকে বিরত থাকার ঘোষণা দিলেও এর বিপরিত অবস্থানে থাকছে অস্ট্রেলিয়া। অজি ক্রিকেটাররা মাঠে করমর্দন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কোচ জাস্টিন ল্যাঙ্গার।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোভিড-১৯ এর সংক্রমণে ইতোমধ্যে প্রাণ হারিয়েছে তিন অস্ট্রেলিয়। এই ভাইরাসের কারণে বিশ্বব্যাপী একের পর এক স্থগিত হয়ে যাচ্ছে ক্রীড়া ইভেন্টগুলো। কোন কোন খেলা বাতিল হচ্ছে আবার কিছু কিছু আয়োজিত হচ্ছে রুদ্ধদ্বারে।
বিশ্বব্যাপী এমন এক পরিস্থিতির মধ্যেই শুক্রবার থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে অজিদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর ল্যাঙ্গার বলছেন এ সিরিজ চলাকালে তারা মাঠে বা ড্রেসিং রুমে খেলোয়াড়দের মধ্যে মেলামেশার বর্তমান রীতির কোন পরিবর্তন ঘটাবেন না।
দক্ষিণ আফ্রিকার কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হারের পর অস্ট্রেলিয়ার কোচ ক্রিকেট ডট কম ডট এইউ’কে বলেন,‘আমরা করমর্দন অব্যাহত রাখব। অস্ট্রেলিয়ার সরঞ্জামে প্রচুর পরিমানে হ্যান্ড স্যানিটাইজার রয়েছে। আমি নিশ্চিত আমরা করমর্দন অব্যাহত রাখব।
ইংলিশ অধিনায়ক জো রুট বলেছিলেন শ্রীলংকা সফরকালে তার খেলোয়াড়রা স্পর্শকাতর সতর্কতার বিষয় নিয়ে কথা বলবেন। তিনি বলেন,‘ আমরা করমর্দন থেকে বিরত থাকব। ব্যাক্টিরিয়া নিরোধক দিয়ে নিয়মিত হাত ধুয়ে নিব। আমাদের ট্যাকে থাকবে ব্যাক্টিরিয়া নিরোধক জেলও।’