দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতেছে জিম্বাবুয়ে। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে সফররত জিম্বাবুয়ের অধিনায়ক শন উইুলয়ামস। ফলে টস হেরে প্রথমে ব্যাটিং করছে বাংলাদেশ।
সোমবার (৯ মার্চ) মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হলো বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এর আগে ঢাকায় এক ম্যাচের টেস্ট ও সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছ দু’দল।
টেস্ট ও ওয়ানডে সিরিজের মফররত জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তারই ধারাবাহিকতায় এবার টি-টোয়েন্টি সিরিজেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেতে চায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ টি-টোয়েন্টি দল।
এদিকে দেশে করোনাভাইরাসের রোগী শনাক্ত হওয়ায় জিম্বাবুয়ে-বাংলাদেশের এ ম্যাচে দর্শক সমাগমে কড়াকড়ি আরোপ করা হয়েছে। কমিয়ে দেওয়া হয়েছে টিকিট বিক্রি।
বাংলাদেশ একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন, আল-আমিন, সাইফুল ইমলাম ও মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ
শন উইলিয়ামস (অধিনায়ক), তিনাসি কামুনহুকামবে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, ওয়েসলি মাধভেরে, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), তিনোতেন্ডা মুতোমবদজি, ডোনাল্ড তিরিপানো, ক্রিস এমপফু ও চার্ল মুম্বা।