করোনা সচেতনতায় মাঠে দর্শক সমাগমে কড়াকড়ি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৫ পিএম, ০৯ মার্চ ২০২০
করোনা সচেতনতায় মাঠে দর্শক সমাগমে কড়াকড়ি

জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় টেস্ট ম্যাচের পর তিন ম্যাচ ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হয়েছে সিলিটে। এবার ঢাকায় শুরু হলো দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ, যা চলতি বছরে মিরপুরের মাঠে প্রথম কোন আন্তর্জাতিক ম্যাচ। এ ম্যাচকে ঘিরে নেওয়া হয়েছে নানা সতর্কতামূলক ব্যবস্থা, কারণ করোনাভাইরাস।

বাংলাদেশে ইতোমধ্যে ইতালি ফেরত দু’জনসহ মোট তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মরণব্যাধি এ ভাইরাস যেন আর ছড়িয়ে না পড়ে সে বিষয়ে নানা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার জিম্বাবুয়ে-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে মিরপুরের মাঠেও নেওয়া হলো সকর্তকামূলক ব্যবস্থা।

এ উপলক্ষে বাংলাদেশ ও সফররত জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে টিকিট বিক্রি কমিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে টি-টোয়েন্টি ম্যাচে ক্রিকেট প্রেমীদের আগ্রহটা বেশি থাকলেও সকলেই টিকিট কিনতে পারছেন না। সিরিজ উপলক্ষে মিরপুর ইনডোর স্টেডিয়ামের পাশে বুথ থেকে টিকিট বিক্রি করছিল বিসিবি। তবে করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে টিকিট বিক্রি কমিয়ে দেওয়া হয়।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের ধারণ ক্ষমতা প্রায় ২৫ হাজার। গ্যালারিতে বসে এক সঙ্গে এত সংখ্যাক দর্শক খেলা দেখলে মরণব্যাধী এ ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। ফলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সীমিত আকারে টিকিট বিক্রি করে বিসিবি।
sportsmail24
আগে একজন দর্শক তিনটি টিকিট কিনতে পারলেও এ ব্যবস্থা গ্রহণের পর একজন দর্শক কেবল একটি টিকিটই কিনতে পারেন। এতে অনেক দর্শক টিকিট কিনতে পারেনি বলে অভিযোগ করেন।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানান, আগে প্রতি ম্যাচে একজনকে সর্বোচ্চ তিনটি টিকিট দেওয়া হত। এখন একজন একটি টিকিটই কিনতে পারবেন। দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় মাঠে দর্শক সমাগম কমাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

গণমাধ্যমকে একই তথ্য জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, আমরা লাভ ক্ষতির হিসেব করছি না। এ মুহূর্তে আমাদের সতর্ক হওয়া দরকার। সতর্কতা অবলম্বন করতেই সীমিত আকারে টিকেট বিক্রি করা হচ্ছে।

জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজে মিরপুর স্টেডিয়ামের ইস্টার্ন স্ট্যান্ডে ১০০ টাকা, সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডে ১৫০ টাকা, ক্লাব হাউজে ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ডে ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে বুধবার (১১ মার্চ)।



শেয়ার করুন :


আরও পড়ুন

র‍্যাংকিংয়ে উন্নতির হাতছানি বাংলাদেশের

র‍্যাংকিংয়ে উন্নতির হাতছানি বাংলাদেশের

এবার টি-টোয়েন্টি

এবার টি-টোয়েন্টি

কেন্দ্রীয় চুক্তিতে নতুন পাঁচজন, বাদ মাশরাফি

কেন্দ্রীয় চুক্তিতে নতুন পাঁচজন, বাদ মাশরাফি

নতুন ক্যাপ্টেনের জন্য চ্যালেঞ্জ দেখছেন মাহমুদউল্লাহ

নতুন ক্যাপ্টেনের জন্য চ্যালেঞ্জ দেখছেন মাহমুদউল্লাহ