র‍্যাংকিংয়ে উন্নতির হাতছানি বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ০৮ মার্চ ২০২০
র‍্যাংকিংয়ে উন্নতির হাতছানি বাংলাদেশের

টেস্ট ও ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সোমবার (৯ মার্চ) থেকে শুরু হওয়া এ সিরিজ জিতে র‍্যাংকিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের।

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে যতটা রঙিন ঠিক ততটাই মলিন টি-টোয়েন্টি ক্রিকেটে। তাই তো টি-টোয়েন্টির র‍্যাংকিংয়েও মিলে বাংলাদেশের দুর্বলতার ছাপ। আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান দশম স্থানে। তবে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে র‍্যাংকিংয়ের উন্নতির সুযোগ থাকছে বাংলাদেশের।

উইন্ডিজের সমান ২২৬ রেটিং নিয়ে দশম স্থানে রয়েছে বাংলাদেশ। উইন্ডিজরা অবশ্য ভগ্নাংশে হিসেবে বাংলাদেশের সমান ২২৬ রেটিং নিয়ে রয়েছে নবম স্থানে। জিম্বাবুয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিততে পারলে অবশ্য ২২৭ রেটিং নিয়ে উইন্ডিজদের টপকে নবম স্থানে উঠ যাবে বাংলাদেশ।

জিতলে যেমন এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে হারলে তেমন পিছিয়ে না গেলেও নবম স্থানে থাকা উইন্ডিজদের সাথে বেড়ে দাঁড়াবে পয়েন্টের ব্যবধান। জিম্বাবুয়ের কাছে ২-০ ব্যবধানে সিরিজ খোয়ালে ২২৬ থেকে রেটিং হবে ২২০ আর ১-১ ব্যবধানে সিরিজ ড্র হলে রেটিং হবে ২২৩। যা কি না উইন্ডিজের সাথে ৩ পয়েন্টের ব্যবধান তৈরী করবে।

উল্লেখ্য, ২৭০ রেটিং নিয়ে আইসিসির র‍্যাংকিংয়ের এক নম্বরে পাকিস্তান। আর ২৬৯ ও ২৬৭ রেটিং নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।



শেয়ার করুন :


আরও পড়ুন

কেন্দ্রীয় চুক্তিতে নতুন পাঁচজন, বাদ মাশরাফি

কেন্দ্রীয় চুক্তিতে নতুন পাঁচজন, বাদ মাশরাফি

রোহিতকে বাইরে রেখে ধাওয়ান-হার্ডিক-ভুবেনশ্বরকে ফেরালো ভারত

রোহিতকে বাইরে রেখে ধাওয়ান-হার্ডিক-ভুবেনশ্বরকে ফেরালো ভারত

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের দল গঠনের ভাবনা

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের দল গঠনের ভাবনা

টাইগারদের নতুন অধিনায়ক তামিম ইকবাল

টাইগারদের নতুন অধিনায়ক তামিম ইকবাল