জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের দল গঠনের ভাবনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ০৮ মার্চ ২০২০
জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের দল গঠনের ভাবনা

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর এবার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলোদেশ। সোমবার (৯ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে ব্যাটিং বোলিংয়ের একটি স্থিতিশীল দল গঠন করতে চায় বাংলাদেশ। যে কারণে এ ভার্সনের প্রতিটি সিরিজই এখন বাংলাদেশের জন্য গুরুত্বপূণ। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও এমনটাই জানালেন।

ম্যাচ পূর্ববর্তী রোববার বিসিবিতে এক সংবাদ সম্মেলনে রিয়াদ বলেন, ‘আমাদের কাছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি ধারাবাহিক পারফর্মেন্স করতে পারি এবং প্রতিটি ম্যাচে নিয়মিত জয় পাই, তাহলে সেটি হবে বিশ্বকাপের জন্য বাড়তি অনুপ্রেরণা।’

চলতি বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দলনেতা হিসেবে রিয়াদের পরিকল্পনা হচ্ছে খেলোয়াড়রা যাতে আত্মবিশ্বাস পান সে জন্য তাদেরকে স্বাধীনতা দেওয়া। যেন টুর্নামেন্টের জন্য তারা নিজেদের প্রস্তুত করতে পারেন।

টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি খেলোয়াড়দের আস্থা অর্জন করতে হবে। তাহলেই তারা আমার উপর আস্থা রাখতে পারবে। কারণ টি-টোয়েন্টি এমন একটি খেলা, যেখানে প্রতিটি ম্যাচেই আপনি ভালো খেলতে পারবেন না। তার মানে এই নয় যে, তারা দলে জায়গা হারানোর আতঙ্কে অস্বস্তি বোধ করবে। আমার মতে নিজের কিছু দায়িত্ব নিতে হবে। আমি খেলোয়াড়দের আস্থা ও স্বাধীনতা দিতে চাই।’

মাহমুদউল্লাহ বলেন, ‘এই ফর্মেটের জন্য ইতোমধ্যে তারা কিছু ছক কষেছেন। এ সিরিজেই (জিম্বাবুয়ের বিপক্ষে) এটি বাস্তবায়ন করতে চায়। আর মূল্যায়ন করতে চাই আসন্ন বিশ্বকাপে এটি কতটুকু কার্যকর হবে।’

রিয়াদ বলেন, ‘পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে কোচের সঙ্গে আমার কথা হয়েছে। আমি স্পষ্ট বুঝে গেছি নিজের ও কোচের চাহিদা সম্পর্কে। আশা করছি যারা দলের হয়ে খেলবেন তারা নিজেদের অবস্থান বুঝে খেলেন। সাইফুদ্দিন ফেরায় দলের ভারসাম্য এসেছে। বোলিং অল রাউন্ডার হিসেবে তার ভূমিকা সবচেয়ে বেশি থাকবে। আশা করছি সাইফুদ্দিনের অন্তর্ভুক্তিতে দল আমাদের চাহিদা মোতাবেক স্থিতিশীলতা লাভ করেছে।’

ব্যাটিং অর্ডারের স্থিতিশীলতা বিশ্বকাপে দলীয় দক্ষতা আরও বাড়বে উল্লেখ করে তিনি বলেন, ‘একটি স্থিতিশীল ব্যাটিং অর্ডারের দল ঘটনের বিষয়ে আমি ফের টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে চাই। নিজ নিজ পজিশনে খেলোয়াড়দের কাছ থেকে উজ্জীবিত ব্যাটিং চাই। আমি এটিও নিশ্চিত করতে চাই ছেলেরা যাতে স্বাধীনভাবে পারফর্ম করতে পারে।’

লিটন দাস ও তামিম ইকবাল সম্পর্কে রিয়াদ বলেন, ‘আমরা সবাই লিটনের সামর্থ্য সম্পর্কে জানি। তার বর্তমান ব্যাটিং সত্যিই সন্তুষ্টির বিষয়। আশা করি তিনি এটি ধরে রাখবেন। আপনারা হয়তো তামিম ইকবালের স্ট্রাইক রেটের কথা বলবেন। তবে আমার মতে তিনি যদি বর্তমানের মত খেলা চালিয়ে যেতে পারেন তাহলে এ সিরিজেও সেঞ্চুরি করতে পারবেন। তামিমকে নিয়ে আমার কোন ভয় নেই। তিনি খুবই ভালো ফর্মে আছেন এবং বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ফর্মেটে সর্বাধিক রানের মালিক।’

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ প্রসঙ্গে মাহমুদউল্লার অভিমত, ‘এ ম্যাচে শিশির প্রভাব ফেলতে পারে। তবে বাংলাদেশের ব্যাটসম্যানরা বর্তমানে যেভাবে ব্যাট করছে তাতে যে কোন পরিস্থিতিতেই দলীয় সফলতার ব্যাপারে আশাবাদী।



শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন ক্যাপ্টেনের জন্য চ্যালেঞ্জ দেখছেন মাহমুদউল্লাহ

নতুন ক্যাপ্টেনের জন্য চ্যালেঞ্জ দেখছেন মাহমুদউল্লাহ

টাইগারদের নতুন অধিনায়ক তামিম ইকবাল

টাইগারদের নতুন অধিনায়ক তামিম ইকবাল

দুই ম্যাচ খেলেই সেরা বোলার সাইফুদ্দিন

দুই ম্যাচ খেলেই সেরা বোলার সাইফুদ্দিন

রাহুল দ্রাবিড়-ডু প্লেসিসকে ছাড়িয়ে গেলেন তামিম

রাহুল দ্রাবিড়-ডু প্লেসিসকে ছাড়িয়ে গেলেন তামিম