সোমবার (৯ মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে টিকেটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ সকাল ৯ টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে টিকেট পাওয়া যাবে বিকেল ৫ টা পর্যন্ত। মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর ক্রিকেট স্টেডিয়ামে পাওয়া যাচ্ছে টিকেট। খেলার দিন ইনডোর স্টেডিয়াম ছাড়াও টিকেট মিলবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ১ নং গেটের টিকেট বুথ থেকে।
টি-টোয়েন্টি সিরিজে ৫টি ক্যাটাগরিতে টিকেটমূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবচেয়ে বেশি মূল্য নির্ধারণ করা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের। ১০০০ টাকায় মিলবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট। এছাড়া ভিআইপি স্ট্যান্ড ৫০০, ক্লাব হাউজ ( শহীদ জুয়েল স্ট্যান্ড/শহীদ মুশতাক স্ট্যান্ড) ৩০০, সাউদার্ন/নর্দার্ন স্ট্যান্ড ১৫০ আর সবচেয়ে কম ১০০ টাকায় মিলবে ইষ্টার্ন স্ট্যান্ডের টিকেট।
সোমবার (৯ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১ম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুইদল। এরপর ১১ মার্চ (বুধবার) দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
টি-টোয়েন্টি সিরিজের টিকেটমূল্যঃ
গ্র্যান্ড স্ট্যান্ডের - ১০০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড - ৫০০ টাকা
ক্লাব হাউজ - ৩০০ টাকা
সাউদার্ন/নর্দার্ন স্ট্যান্ড - ১৫০ টাকা
ইষ্টার্ন স্ট্যান্ড - ১০০ টাকা