বর্তমান বিশ্বে যেকজন টি-টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যান আছে ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল তাদের মাঝে অন্যতম একজন। রাসেল তার দিনে কি করতে পারেন তা আবারও প্রমাণ করলেন। রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল উইন্ডিজ।
১৫৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকে উইন্ডিজ ব্যাটসম্যানরা। তবে মাত্র ৯ রানেই বিদায় নেন ১ম ম্যাচের হাফ- সেঞ্চুরিয়ান সিমন্স। সিমন্স বিদায় নিলেও অন্য প্রান্তে ঝড় তুলেন আরেক ওপেনার ব্রেন্ডন কিং। আউট হয়ে যাওয়ার পূর্বে তিনি খেলেন ৬ চার আর ২ ছক্কায় ২১ বলে ৪৩ রানের ইনিংস।
ব্রেন্ডন কিংয়ের বিদায়ের পর ১৭ বলে ১৭ রান করে বিদায় নেন রভম্যান পাওয়েল। রভম্যান পাওয়ালের বিদায়ে কিছুটা জয়ের আশা জাগে লঙ্কা শিবিরে। তবে তাদের সে আশা গুঁড়িয়ে দেন আন্দ্রে রাসেল। ১৪ বলে ৬ ছক্কায় ৪০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। ৪২ বলে হার না মানা ৪৩ করা সিমরন হেটমায়ার শুধু তাকে সঙ্গ দিয়ে গেছেন। আর তাতেই ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে উইন্ডিজ।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার কেউই তেমন কোন বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ২৪ বলে ৩১ রান এসেছে দাসুন শানাকার ব্যাট থেকে। এছাড়া কুশল পেরেরা ১৩ বলে ১৫, অ্যাঞ্জেলো ম্যাথিউজ ২২ বলে ২৩ আর শেষদিকে থিসারা পেরেরা করেন ১৩ বলে অপরাজিত ২১ রান।
স্কোরকার্ড:
উইন্ডিজ: ১৫৮/৩ (ওভার ১৭) , হেটমায়ার ৪৩*, রাসেল ৪০*, শানাকা ১/১০
শ্রীলঙ্কা: ১৫৫/৬ (ওভার ২০), শানাকা ৩১*, অ্যালেন ২/২৪