দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের আগে দক্ষিণ আফ্রিকা ছাড়লেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। বিশ্বকাপে স্ত্রী অ্যালিসা হিলির খেলা দেখতে প্রোটিয়াদের বিপক্ষে তৃতীয় ম্যাচের আগে ছুটি নিয়েছেন তিনি।
রোববার (৮ মার্চ) মেলবোর্নে ভারত নারী দলের বিপক্ষে ৫ম বারের মত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে অস্ট্রেলিয়ার মেয়েরা। অস্ট্রেলিয়া নারী দলের অন্যতম একজন সদস্য মিচেল স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলি। আজ অস্ট্রেলিয়ার উদ্দেশে দক্ষিণ আফ্রিকা ছাড়ার কথা রয়েছে মিচেল স্টার্কের।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে এই ছুটি স্টার্ককে সতেজ করে তুলবে এমনটাই ভাবছেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার। তিনি বলেন, এটি স্টার্কের জন্য সুবর্ণ সুযোগ যে ঘরের মাঠে অ্যালিসার বিশ্বকাপ দেখা। আমরা খুশি হয়েই তাকে দেশে ফিরতে দিয়েছি যেন তার স্ত্রীকে সাপোর্ট দতে পারে আর এমন আয়োজনের অংশ হতে পারে।
তিনি আরও বলেন, আমরা আলোচনা করেছি নিউজিল্যান্ড সিরিজের আগে তাকে একটু সতেজ রাখা নিয়ে। জস হ্যাজলউড, জে রিচার্ডসন ও কেন রিচার্ডসনের মত আমাদের পেস বোলিং অপশন রয়েছে। স্টার্ক না থাকায় তাদের মাঝে কেউ একজন সুযোগ পাবে।
উল্লেখ্য , ১ম ওয়ানডেতে ৫৩ রানে ১ উইকেট ও ২য় ওয়ানডেতে ৫৯ রানে নেন ১ উইকেট। আর এদিকে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ৮৩ রানের ও ভারতের বিপক্ষে ৫১ রানের দুটি দুর্দান্ত ইনিংস খেলেন।