বিশ্বকাপ মানেই যেন অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হোক সেটা পুরুষ দল কিংবা নারী দল। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হচ্ছে নারী টি-টোয়ান্টি বিশ্বকাপের সপ্তম আসর। যেখানে ৫ম বারের মত রোববার (৮ মার্চ) বিশ্বকাপের ফাইনালে মাঠে নামবে অস্ট্রেলিয়ার মেয়েরা।
আইসিসি নারী টি-টোয়ান্টি বিশ্বকাপের শুরুটা হয় ২০০৯ সালে। ২০০৯ সাল থেকে এখন অবদি নারী বিশ্বকাপের ছয়টি আসর অনুষ্ঠিত হয়েছে। যেখানে সর্বোচ্চ ৪ বার (২০১০, ২০১২, ২০১৪,২০১৮) চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা আর ১ বার করে চ্যাম্পিয়ন হয়েছে উইন্ডিজ (২০১৬) ও ইংল্যান্ডের (২০০৯) মেয়েরা।
২০০৯ সালে নারী টি-টোয়ান্টি বিশ্বকাপ শুরু হলেও ১ম বছর সাফল্য দেখা পায়নি অজি নারীরা। অজি মেয়েদের বিশ্বকাপটা ধরা দেয় ২০১০ সালে। ২০১০ সালে ব্ল্যাকওয়েলের অধীনে আর অ্যালিস পেরীর বোলিং তোপে কিউই মেয়েদের ৩ রানে হারিয়ে ১ম বারের মত শিরোপা ঘরে তোলে অজি মেয়েরা।
এরপর টানা আরও ২ টি শিরোপা ঘরে তোলে অজি মেয়েরা যেখানে ২ বারই হারায় ইংল্যান্ডের মেয়েদের। ফিল্ডের অধীনে ২০১২ সালে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৪ রানে হারায় ইংল্যান্ডের মেয়েদের আর ২০১৪ সালে অধিনায়ক লেনিং ও পেরীর ব্যাঠিং দৃঢ়তায় ৬ উইকেটের সহজ জয় তুরে নেয় অজি মেয়েরা।
এক আসরের বিরতিতে ২০১৮ সালে আবারও শিরোপা ঘরে তোলে অজি নারীরা। ২১০৮ সালে সারাহ টেইলর ও ম্যাথিউসের অনবদ্য অর্ধ-শতকে উইন্ডিজের মেয়েদের ৮ উইকেটে হারায় সারাহ টেইলরের দল। আর বাকি দুই আসরের ১ বার (২০১৬) গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় আর ২০০৯ সালে সেমিফাইনাল থেকে বিদায় নেয়।
রবিবার (৮ মার্চ) ফাইনালে ভারতের মেয়েদের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়ার মেয়েরা। ভারতকে হারাতে পারলেই ৫ম বারের মত শিরোপা ঘরে উঠাবে অজি মেয়েরা।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার ছেলেরা ৫ বারের ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন।