বছর দুই হলো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মি. থ্রি-সিক্সটি ডিগ্রী খ্যাত এবি ডি ভিলিয়ার্স। মার্ক বাউচার দক্ষিন আফ্রিকার কোচ হয়ে আসার পর থেকেই গুঞ্জন উঠে আবারও জাতীয় দলের জার্সিতে ফিরছেন সাবেক প্রোটিয়া তারকা এবি ডি। এতদিন শুধু গুঞ্জন চললেও এবার আশংকা করা হচ্ছে আইপিলের পরই দলে ফিরছেন এবি ডি।
এর আগে অবশ্য দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন এবি ডি ভিলিয়ার্স। তবে সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজে ডাক না পাওয়ায় অনেকেই মন্তব্য করেন দলে আর জায়গা পাবেন না এবি। তবে মার্ক বাউচারের কথা মতে এবি ডির ফেরা অনেকটাই নিশ্চিত। জাতীয় দলে ফিরতে চাইলে ১ জুনের মাঝে এবি ডি ভিলিয়ার্স, ক্রিস মরিস ও ইমরান তাহিরদের প্রস্তুত থাকতে বলেছেন বাউচার।
এ বিষয়ে মার্ক বাউচার বলেন, ‘আইপিএলের জন্য আমরা ওদের ছেড়েছি। আইপিএল শেষ হলে জাতীয় দলের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। বিশ্বকাপের আগে আমাদের কিছু ম্যাচ আছে। ১ জুন থেকে শ্রীলংকা সফর। এ সময় তাদেরকে জাতীয় দলের জন্য প্রস্তুত থাকতে হবে। দলে তাদের নেই কি না সেটি পরের বিষয়। কিন্তু বিশ্বকাপ দলে থাকতে চাইলে এ সময়ের মধ্যেই সব ঠিক রাখতে হবে।’
এবি ডি ভিলিয়ার্সের ব্যাপারে প্রোটিয়া কোচ বলেন, ‘আমি আমার সেরা খেলোয়াড়দেরই দলে চাই। এবি চাইলে, ভালো ফর্মে থাকলে আর আমরা যখন চাই তখন জাতীয় দলে ফিরতে প্রস্তুত থাকলে সে বিশ্বকাপে খেলবে।’
এ বছরের ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।