বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পেরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১২ পিএম, ০৩ মার্চ ২০২০
বিশ্বকাপ  থেকে ছিটকে গেলেন পেরি

পঞ্চম শিরোপা জয়ের প্রত্যাশায় নিজেদের মাটিতে দুর্দান্তভাবে বিশ্বকাপ মিশন শুরু করেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে অজি মেয়েরা। তবে সেমিফািইনালের আগে বড় ধাক্কা অজি শিবিরে। ইনজুরির কারণে পুরো বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দলের তারকা অলরাউন্ডার অ্যালিস পেরি।

নিউজিল্যান্ড ম্যাচের আগে গুঞ্জন ছিল পেরির একাদশে থাকা না থাকা নিয়ে। তবে গুঞ্জন ছাপিয়ে অনেকটা অস্বস্তি নিয়েই মাঠে নামেন পেরি। শ্বাসরুদ্ধকর ম্যাচে কিউই নারীদের ৪ রানে হারায় অজি নারীরা।

নিউজিল্যান্ডের ইনিংসের সময় মিড অফে ফিল্ডিং করছিলেন পেরি। নিউজিল্যান্ডের ব্যাটসম্যান সোফি ডিভাইনকে রানআউট করার জন্য মিড অফ থেকে বল ছুঁড়ে মারেন পেরি। বল ছুঁড়ে মারার সময় নিজের ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। এরপর মাঠ থেকে উঠে যান পেরি।

ম্যাচ শেষে অস্ট্রেলিয়া দলের ডাক্তার পিপ ইঙ্গে বলেন, ডান পাশে একটি উচ্চ-মাত্রার হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন পেরি। যার ফলে তাকে বেশ কিছুদিন মাঠের বাইরে কাটাতে হবে।

তিনি বলেন, পেরি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে দীর্ঘদিন ধরেই সেবা দিয়ে যাচ্ছে। কিন্তু সে টুর্নামেন্ট শেষ করার সুযোগ না পাওয়ায় আমরা হতাশ।

পেরি দল থেকে ছিটকে গেলেও নতুন কাউকে দলে নেয়নি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। সিডনিতে ৫ মার্চ দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে অস্ট্রেলিয়ার মেয়েরা।



শেয়ার করুন :


আরও পড়ুন

খেলছেন মুশফিক, টাইগার একাদশে দুই পরিবর্তন

খেলছেন মুশফিক, টাইগার একাদশে দুই পরিবর্তন

নিজের উপর বেশি চাপ নিয়ে ফেলেছেন তামিম

নিজের উপর বেশি চাপ নিয়ে ফেলেছেন তামিম

শ্রীলঙ্কা সফরে করমর্দন করবে না ইংল্যান্ড ক্রিকেটাররা

শ্রীলঙ্কা সফরে করমর্দন করবে না ইংল্যান্ড ক্রিকেটাররা

উইলিয়ামসে ফেরার স্বপ্ন দেখছে জিম্বাবুয়ে

উইলিয়ামসে ফেরার স্বপ্ন দেখছে জিম্বাবুয়ে