অস্ট্রেলিয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের চার ম্যাচের সবগুলোতেই হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে নিজেদের চার ম্যাচে ভারতের কাছে ১৮ রানে, অস্ট্রেলিয়ার কাছে ৮৬ রানে, নিউজিল্যান্ডের কাছে ১৭ রানে ও সর্বশেষ শ্রীলঙ্কার কাছে ৯ উইকেটে হেরে গেছে সালমা খাতুনরা।
বিশ্বকাপে বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দল এখন পর্যন্ত চারবার অংশ নিয়েছে। এবারের আগে ২০১৪, ২০১৬ ও ২০১৮ আসরে খেলেছে বাংলাদেশ নারী দল। প্রত্যেকবারই প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে। তবে শেষ তিন বিশ্বমঞ্চে জয় বঞ্চিত থাকলো বাংলাদেশের নারী ক্রিকেট দল।
আগের দুই আসরের মতো এবারও জয় ছাড়া বিশ্বকাপ মিশন শেষ করতে হয়েছে তাদের। পাশাপাশি এবারও প্রথম রাউন্ডের বাধা টপকাতে পারেনি বাংলাদেশ।
২০১৪ সালে ‘বি’ গ্রুপে ছিল বাংলাদেশ। ওই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে ৩ রানে হারিয়েছিল বাংলাদেশ। তারপরও প্রথম রাউন্ডের গন্ডি টপকাতে পারেনি। ওই আসরে নবমস্থানের জন্য আয়ারল্যান্ডের মুখোমুখি হয়ে ১৭ রানে ম্যাচ জিতে বাংলাদেশ।
২০১৬ সালেও ‘বি’ গ্রুপে ছিল বাংলাদেশ। গ্রুপে তাদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বে সবগুলো ম্যাচই হেরেছে বাংলাদেশ। ফলে খালি হাতে বিশ্বকাপ শেষ করে দেশে ফিরে বাংলাদেশের মেয়েরা।
২০১৮ সালেও একই পরিণতি ঘটে বাংলাদেশের। ‘এ’ গ্রুপে থেকে সবগুলো ম্যাচই হারে বাংলাদেশ। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। টানা দ্বিতীয়বারের মতো খালি হাতে বিশ্বকাপ শেষ করে বাংলাদেশ।
সর্বশেষ এবারও (২০২০) জয় ছাড়া বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ফলে টানা তৃতীয়বারের মতো জয় ছাড়া বিশ্বকাপ শেষ হলো সালমা খাতুনদের। এবার ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।