নিউজিল্যান্ডকে বিদায় করে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৮ পিএম, ০২ মার্চ ২০২০
নিউজিল্যান্ডকে বিদায় করে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

আইসিসি নারী টি-টোয়েন্টি ‍বিশ্বকাপে ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে খেলা নিশ্চিত করলো অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে মাত্র ৪ রানে হারিয়ে ৬ পয়েন্ট অর্জন করে স্বাগতিকরা। অন্যদিকে ৪ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ মিশন থেকে ছিটকে গেল নিউজিল্যান্ড।

দুই দলের সমান ৪ পয়েন্ট থাকায় জয় পেলেন সেমিফাইনাল নিশ্চিত, বিপরীতে হারলেই বিদায়- এমন ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। হার-জিতের সেই ম্যাচে স্বাগতিকদের কাছে মাত্র ৪ রানে হেরে গেছে নিউজিল্যান্ড।

সোমবার (২ মার্চ) বিশ্বকাপের ১৮তম ও গ্রুপ পর্বের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রানে থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস।

ব্যাট হাতে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ রান করেন বেথ মুনি। ৫০ বল মোকাবেল করে ৬টি চার ও ২টি ছক্কার মারে তিনি রান সংগ্রহ করেন। এছাড়া অস্ট্রেলিয়ার মেগান শুট ও জর্জিয়া ওয়ারহাম নিউজিল্যান্ডের ৩টি করে উইকেট শিকার করেন।

১৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও নিউজিল্যান্ডের কেউ বড় ইনিংস খেলতে পারেননি। টপ অর্ডারের ৫ জন ছোট ছোট ইনিংস খেললেও জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। এছাড়া শেষ দিকের ব্যাটসম্যানরাও হাল ধরতে পারেননি।

পাঁচ নম্বরে নামা কেটি মার্টিন ১৮ বলে অপরাজিত ৩৭ রান করেন। এটিই নিউজিল্যান্ডের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রান। তবে তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। ১২৯ রানে সপ্তম উইকেট হারানো পর কেটি মার্টিনের ঝড়ো ইনিংসে জয়ে আশা জেগেছিল নিউজিল্যান্ডের। তবে শেষ পর্যন্ত ৪ রান দূরে থেকে হেরে যায় তারা। ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার জর্জিয়া ওয়ারহাম।

এ হারে বিশ্বকাপে গ্রুপ পর্বের চার ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো নিউজিল্যান্ডের। একই গ্রুপ থেকে এর আগে শূন্য হাতে বিদায় নিয়েছে বাংলাদেশের মেয়েরা।

‘এ’ গ্রুপ থেকে অস্ট্রেলিয়ার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারতের মেয়েরা। চার ম্যাচে চারটিতেই জয় তুলে নিয়েছে ভারত।



শেয়ার করুন :


আরও পড়ুন

পঙ্গুত্বকে হার মানিয়ে সফল স্বর্ণজয়ী সাইকেলিস্ট ভোগেল

পঙ্গুত্বকে হার মানিয়ে সফল স্বর্ণজয়ী সাইকেলিস্ট ভোগেল

শূন্য হাতে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশের মেয়েরা

শূন্য হাতে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশের মেয়েরা

রেকর্ড স্কোরের পর রেকর্ড রানে টাইগারদের জয়

রেকর্ড স্কোরের পর রেকর্ড রানে টাইগারদের জয়

চতুর্থ টাইগার হিসেবে নতুন ক্লাবে মাহমুদউল্লাহ

চতুর্থ টাইগার হিসেবে নতুন ক্লাবে মাহমুদউল্লাহ