চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপের ১৫তম আসর। তবে পাকিস্তানের সাথে রাজনৈতিক সমস্যায় নিরপেক্ষ ভেন্যুতে না হলে টুর্নামেন্টে অংশ নিতে অস্বীকার করে ভারত।
দুই দেশের এমন সঙ্কটে পকিস্তানের পরিবর্তে বাংলাদেশের মাটিতে এশিয়া কাপের এ আসর অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। এমনকি বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান সফরের পর এ বিষয়ে আলোচনা চারদিক ছড়িয়ে পড়ে। যদি বিসিবি সভাপতি এ বিষয়ে কোন আলোচনা বা চুক্তির বিষয় নাকচ করেছেন।
এবার দুই চির প্রতিদ্বন্দি ভারত-পাকিস্তান উভয় দেশই যাতে অংশ নিতে পারে সে লক্ষ্যে আগামী এশিয়া কাপ টুর্নামেন্ট দুবাইতে অনুষ্ঠিত হবে বলে জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলি।
দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা শেষে গাঙ্গুলি বলেন, ‘দুবাইয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ এবং সেখানে ভারত-পাকিস্তান উভয়ই খেলবে।’
২০১২-১৩ মৌসুমে সর্বশেষ দ্বিপাক্ষীক সিরিজ খেলেছিল ভারত ও পাকিস্তান। সেই বার ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান দল। তবে কাশ্মীর নিয়ে পুরনো বিরোধ নতুন মাত্রা পেলে পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকার করে ভারত। তবে নিরপেক্ষ ভেন্যুতে আন্তর্জাতিক ইভেন্টে পাকিস্তানের সাথে খেলতে কোন অসম্মতি ছিল না ভারতের।