দুই বিভাগেই ব্যর্থতা, বিশ্বকাপে টানা হার সালমাদের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০
দুই বিভাগেই ব্যর্থতা, বিশ্বকাপে টানা হার সালমাদের

অস্ট্রেলিয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ৮৬ রানের বড় ব্যবধানে হেরে গেছেন সালমা-সুলতানারা।

বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতে বিপক্ষে দুর্দান্ত খেলে মাত্র ১৮ রান দূরে থেকে হারের স্বাদ পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে দ্বিতীয় ম্যাচে বোলিং-ব্যাটিং দুটোতেই ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ছুড়ে দেওয়া ১৮৯ রানের জবাবে ১০৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের মেয়েরা।

অস্ট্রেলিয়ার মেয়েরা ১৮৯ রান সংগ্রহ করে মাত্র ১ উইকেট হারিয়ে। সালমা খাতুনের বলে সানজিদা ইসলামের হাতের ক্যাচ দিয়ে আউট হন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ও ওপেনার ব্যাটসম্যান অ্যালিসা হেলি। দলীয় ১৫১ প্রথম এবং একমাত্র উইকেট হারায় অস্ট্রেলিয়া।

হেলি ব্যক্তিগত ৮৩ রানে আউট হন। ৫৩ বল মোকাবেলা করা হেলির এ ইনিংসে ৩টি ছয় এবং ১০ চার মার ছিল। এছাড়া অপর ওপেনার বেথ মুনি করেন ৫৮ বলে ৮১ রান। আর ওয়ান ডাউনে মেনে বেথ মুনিকে সঙ্গ দিয়ে অ্যাশলে গার্ডনার তুলে নেন ৯ বলে ২২ রান।

বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন ছয়জন বোলার ব্যবহার করেও আর কোন উইকেট নিতে পারেনি। বাংলাদেশের বোলারদের একের পর এক বাউন্ডারি হাকিয়ে দর্শক মাতিয়ে রেখেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।

বল হাতের বর্থ্যতার পরিচয় দিয়ে ব্যাট হাতেও একই রাস্তায় হেঁটেছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার বোলার সামনে কেউ দাঁড়াতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান এসেছে ফারজানা হকের ব্যাট থেকে। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করে উইকেটরক্ষক নিগার সুলতানা। আর তৃতীয় সর্বোচ্চ ১৩ রান আসে দুইজনের ব্যাট থেকে।

বাকি সবাই ছিলেন যাওয়া-আসার মাঝে। কেউ ডাবল ফিগারে ডেতে পারেননি। এমনকি ওভারে দলীয় ১০২ রানে থাকা বাংলাদেশ সালমা খাতুন (অধিনায়ক), নাহিদা আকতার, খাদিজা তুল কুবরাকে হারায়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৩ রানে থেমে যায় বাংলোদেশ।



শেয়ার করুন :


আরও পড়ুন

১৮ রান দূরে থেকে হার দেখলো সালমা-সুলতানারা

১৮ রান দূরে থেকে হার দেখলো সালমা-সুলতানারা

প্রস্তুতি ভালো হলেও ডেথ ওভার নিয়ে চিন্তিত সালমা

প্রস্তুতি ভালো হলেও ডেথ ওভার নিয়ে চিন্তিত সালমা

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল

হোয়াইটওয়াশই হলো বাংলাদেশ নারী দল

হোয়াইটওয়াশই হলো বাংলাদেশ নারী দল