নিজেদের মাঠে সফররত অস্ট্রেলিয়ার কাছে শেষ ম্যাচে লজ্জাজনক পরাজয়ে সিরিজ খুইয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের শত রানের নিচে অলআউট করে ৯৭ রানের জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৮৯ রানে অলআউট হয়ে ১০৭ রানের বড় ব্যবধানে হারে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তবে পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ম্যাচে ১২ রানের জয় তুলে ১-১ এ সমতা ফেরে। এবার কেপটাউনে সিরিজের শেষ ম্যাচে ৯৬ রানেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে কেপটাউনে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। ফলে প্রথমে ব্যাট হাতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ১৫ ওভার ৩ বলে ৯৬ রান সংগ্রহ করে অলআউড হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মাত্র চারজন ব্যাট হাতে ২ অংকের ঘরে পৌঁছাতে পেরেছেন। তাদের মধ্যে সর্বোচ্চ ২৪ রান করেছেন ডুসেন। ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।
টি-টোয়েন্টি ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা এটি দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ এবং দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে পরাজয়ের রেকর্ড। এর আগে মাত্র একবার টি-টোয়েন্টিতে ১০০ রানের নিচে অলআউট হয়েছিল। ২০১৮ সালের শ্রীলঙ্কা সফরে কলম্বোতে ৯৮ রানে থেমেছিল দক্ষিণ আফ্রিকার ইনিংস।
এদিকে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ক্রিকেটে অসিদের সিরিজ অপরাজয়ের রেকর্ড অব্যাহত থাকলো। ২০১১ সালে প্রথম সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়েছিল। তবে ২০১৪ ও ২০১৬ সালে যথাক্রমে ২-০ ও ২-১ সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া।