প্রস্তুতি ভালো হলেও ডেথ ওভার নিয়ে চিন্তিত সালমা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০২ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২০
প্রস্তুতি ভালো হলেও ডেথ ওভার নিয়ে চিন্তিত সালমা

ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নামার আগে বৃষ্টির কারণে প্রথম ম্যাচ পরিত্যক্ত হলেও নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। এ জয় টুর্নামেন্টের মূল পর্ব শুরুর আগে বাংলাদেশকে আত্মবিশ্বাসী করে তুলেছে।

বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন ঠিক এমনটা জানালেও কপালে ঠিকই চিন্তার ভাঁজ রয়েছে। আর সেটি হলো- ডেথ ওভার। এছাড়া ইনিংসের শেষ দিকে ব্যাটিং-বোলিংয়ে আরও উন্নতি চান সালমা।

পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে সালমা বলেন, ‘ভালোভাবে টুর্নামেন্ট শুরু করতে এ জয় আমাদের অনেক আত্মবিশ্বাসী করে তুলবে।’

ব্যাটিং পারফরমেন্স ভালো হলেও আরও উন্নতি চান সালমা। বলেন, ‘ব্যাটিং পারফরম্যান্স নিয়ে আমরা সন্তুষ্ট, কিন্তু শেষ পাঁচ ওভারে আমাদের সমস্যায় পড়তে হয়েছে। আমাদের রান-রেটও খুব ভালো ছিল না। তাই এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। বোলিংয়ের সময়ে আমরা ডেথ ওভারে ভালোভাবে ইয়র্কার লেংথে বল করতে পারিনি।’

বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে এমন ম্যাচ দলকে নতুনভাবে গুছিয়ে নিতে সহায়তা করবে বলে মনে করেন সালমা। বলেন, ‘বিশ্বকাপের আগে এমন ম্যাচ নিজেদেরকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার ও ভাবার সুযোগ করে দিয়েছে।’

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এবারের আসরে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ- স্বাগতিক অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) পার্থে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ২৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া, ২৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে খেলবে বাংলাদেশ।

গ্রুপ ‘বি’তে রয়েছে- ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ৮ মার্চ হবে টুর্নামেন্টের ফাইনাল।



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানকে হারিয়ে প্রস্তুতি সারলো বাংলাদেশের মেয়েরা

পাকিস্তানকে হারিয়ে প্রস্তুতি সারলো বাংলাদেশের মেয়েরা

পঞ্চম শিরোপা চায় স্বাগতিক অস্ট্রেলিয়া

পঞ্চম শিরোপা চায় স্বাগতিক অস্ট্রেলিয়া

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, প্রস্তুত জাহানারা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, প্রস্তুত জাহানারা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেই ‘নো বলে’ নতুন প্রযুক্তি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেই ‘নো বলে’ নতুন প্রযুক্তি