আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ভালোই প্রস্তুতি নিল বাংলাদেশের মেয়েরা। পাকিস্তান নারী ক্রিকেট দলকে হেসে খেলেই হারিয়ে দিয়েছে বাংলাদেশ।
শুক্রবার (২১ ফ্রেব্রুয়ারি) থেকে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব। তার আগে আজ (বৃহস্পতিবার) শেষ হচ্ছে আনুষ্ঠানিক প্রস্তুতি পর্ব।দিনের প্রথম ম্যাচে (বাংলাদেশ সময় ভোর ৬টা) মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তানের নারী ক্রিকেট দল।
এটি বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ হলেও প্রথম ম্যাচ খেলতে পারেননি জাহানারা আলমরা। বৃষ্টি ও ভেজা আউট ফিল্ডের কারণে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। একই কারণে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচটিও পরিত্যক্ত হয়। ফলে বাংলাদেশ-পাকিস্তানের জন্য এটি ছিল একমাত্র প্রস্তুতি ম্যাচ।
ম্যাচ টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১১ রান সংগ্রহ করে। জবাবে ১৯ ওভার ৪ বলে ১০৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের নারী ক্রিকেট দল। ফলে ৫ রানের জয় তুলে নেয় সালমা খাতুনরা।
তবে ব্যাট করতে নেমে বড় সংগ্রহের সম্ভাবনার মাঝে কাঁটা হয়ে দাঁড়ায় রান আউট। টপ অর্ডারের তিন ব্যাটসম্যান আউট হন রান আউটের ফাঁদে। না হলে হয়তো দলীয় সংগ্রহ ১১১ রানের বেশিই হতো।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেছেন ওপেনার মুর্শিদা খাতুন। দলীয় ৮৩ রানের মাথায় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। তিনিও থেমেছেন রান আউটে। তার এ ইনিংসে ৬টি চার মারেন মুর্শিদা।
এছাড়া ফারজানা হক ৩১ বলে ২১, নিগার সুলতানা ১৩ এবং রিতু মণি ১৭ বলে ১৪ রান করেন। দুই অঙ্কে যেতে পারেননি দলের অন্য কেউ। তারকা অলরাউন্ডার রুমানা আহমেদ আউট হন ৯ বলে ৬ রান করে।
বিশ্বকাপের মূল পর্বে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপে প্রতিপক্ষ হিসেবে রয়েছে- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লড়বে অস্ট্রেলিয়া ও ভারতের নারীরা।
গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচগুলো হবে- ২৭ (অস্ট্রেলিয়া), ২৯ (নিউজিল্যান্ড) ফেব্রুয়ারি ও ২ (শ্রীলঙ্কা) মার্চ। এছাড়া ‘বি’ গ্রুপে রয়েছে- ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ৮ মার্চ হবে টুর্নামেন্টের ফাইনাল।
বিশ্বকাপে বাংলাদেশ নারী দল
সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ-অধিনায়ক), জাহানারা আলম, শামীমা সুলতানা, মুরশিদা খাতুন হ্যাপি, আয়েশা রহমান, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিঙ্কি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি ও শুভানা মোস্তারি।
এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে আরও তিনজনকে রাখা হয়েছে। তারা হলেন- শায়লা শারমিন, সুরাইয়া আজমিম ও লতা মণ্ডল।