দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলে ডু প্লেসিস-রাবাদা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০
দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলে ডু প্লেসিস-রাবাদা

নিজ মাঠে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন সদ্য সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস এবং ফাস্ট বোলার কাগিসো রাবাদা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ওয়ান্ডারার্সের ম্যাচ দিয়ে শুরু হবে এ সিরিজ।

অধিনায়ক কুইন্টন ডি ককের নেতৃত্বাধীন ১৬ সদস্যের দলে খেলবেন সেমাবার অধিনায়কত্ব ছেড়ে দেওয়া ডু প্লেসিস। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় সিরিজেই ডু প্লেসিস এবং রাবাদাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এছাড়া দলে ফিরেছেন ফাস্ট বোলার এনরিখ নর্টিও।

গত রোববার ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারের পর রাবাদা ও নর্টির অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়াবে মনে করছেন নির্বাচক লিন্ডা জন্ডি।

জন্ডি বলেন, ‘হতে পারে টি-টোয়েন্টি সিরিজটি আমরা জিততে পারিনি। তবে আমাদের দলগত ব্যাটিংয়ে আমরা খুশি।’ ডু প্লেসিসের অন্তর্ভুক্তি ব্যাটিং লাইনআপে একটা নতুন শক্তি বলেও উল্লেখ করেছেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে রোববারের ফাইনাল ম্যাচে ডান হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া টেম্বা বাভুমার দল ভুক্তি নির্ভর করছে মেডিকেল রিপোর্টের ওপর।

দক্ষিণ আফ্রিকা দল
কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, ফাফ ডু প্লেসিস, বিয়র্ন ফর্টুইন, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিখ নর্টি, আন্দিল ফেলুকুয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি, জন জন স্মুটস, ডেল স্টেইন, পিট ভ্যান বিলিয়ন, রাসি ভ্যান ডার ডুসেন।

সিরিজ সূচি
প্রথম ম্যাচ : ফেব্রুয়ারি ২১, জোহানেসবার্গ
দ্বিতীয় ম্যাচ : ফেব্রুয়ারি ২৩, পোর্ট এলিজাবেথ
তৃতীয় ম্য্রাচ : ফেব্রুয়ারি ২৬, কেপ টাউন।



শেয়ার করুন :


আরও পড়ুন

স্মিথ-ওয়ার্নারের অসম্মান চায় না দক্ষিণ আফ্রিকা

স্মিথ-ওয়ার্নারের অসম্মান চায় না দক্ষিণ আফ্রিকা

২২২ রানেও দক্ষিণ আফ্রিকার হার, ইংল্যান্ডের সিরিজ জয়

২২২ রানেও দক্ষিণ আফ্রিকার হার, ইংল্যান্ডের সিরিজ জয়

পাকিস্তান সফরে যাচ্ছে না দক্ষিণ আফ্রিকা

পাকিস্তান সফরে যাচ্ছে না দক্ষিণ আফ্রিকা

ফিরছেন ডি ভিলিয়ার্স, খেলতে চান টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফিরছেন ডি ভিলিয়ার্স, খেলতে চান টি-টোয়েন্টি বিশ্বকাপ