শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২০
শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ১ রানে হেরেছিল ইংল্যান্ড। এবার দ্বিতীয় ম্যাচে শ্বাসরুদ্ধকর অবস্থায় ২ রানের জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। একই সঙ্গে এ জয়ে সিরিজে ১-১ এ সমতায় ফিরলো দুই দল।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৪ রানের বিশাল সংগ্রহ গড়ে ইংল্যান্ড। জবাবে ব্যাট কতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২০২ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকা। ফলে প্রথম ম্যাচে মাত্র ১ রানে হেরে যাওয়া ইংল্যান্ড এ ম্যাচে মাত্র ২ রানের ব্যবধানে জয় তুলে নেয়।

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক কুইন্টন ডি ককের ২২ বলে ৬৫ রানের ক্যামিওতে জয়ের কক্ষপথেই ছিল দক্ষিণ আফ্রিকা। এরপর ভ্যান ডার ডুসেনের ২৬ বলে ৪৩ রানের সুবাদে জয়ে স্বপ্ন আরও কাছে এনেছিল স্বাগতিকরা।

তবে শেষ ওভারে জয়ের জন্য দরকার পড়ে ১৫ রান। প্রথম দুই বলে এক চার ও এক ছয়ের মারে সেটা আরও সহজ করেন ডোয়াইন প্রিটোরিয়াস। পরের চার বলে মাত্র ৫ রান লাগলেও টম কারানের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে মাত্র ২ রান নিতে পারে স্বাগতিকরা। আর এর ফলে ইয়ান মরগানের দল পেয়ে যায় ২ রানের অবিশ্বাস্য এক জয়।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে ২০৪ রান করে ইংল্যান্ড। ওপেনার জেসন রয়ের ২৯ বলে ৪০, বেন স্টোকসের ৩০ বলে অপরাজিত ৪৭ রানের পাশাপাশি মঈন আলীর ১১ বলে খেলা ৩৯ রানের সুবাদে বিশাল সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা। ম্যাচ সেরা হয়েছেন মঈন আলী।



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান সফরে যাচ্ছে না দক্ষিণ আফ্রিকা

পাকিস্তান সফরে যাচ্ছে না দক্ষিণ আফ্রিকা

আয়ারল্যান্ড দলে অ্যাডায়ারের পরিবর্তে গেটকেট

আয়ারল্যান্ড দলে অ্যাডায়ারের পরিবর্তে গেটকেট

ইংল্যান্ডের এমন হার নিজেদের ইতিহাসে প্রথম

ইংল্যান্ডের এমন হার নিজেদের ইতিহাসে প্রথম

আফ্রিকান দর্শকদের ‘বিরূপ আচরণ’ মোকাবেলায় প্রস্তুত স্মিথ-ওয়ার্নার

আফ্রিকান দর্শকদের ‘বিরূপ আচরণ’ মোকাবেলায় প্রস্তুত স্মিথ-ওয়ার্নার