ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আয়ারল্যান্ড দলে ফিরেছেন ডান-হাতি পেসার শেন গেটকেট। গোঁড়ালির ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে খেলতে পারবেন না আরেক পেসার মার্ক অ্যাডায়ার।
চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে এ একটি পরিবর্তনই এনেছে আয়ারল্যান্ড। ডারবানে জন্ম নেওয়া এ পেসার আইরিশদের হয়ে ২টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২ ওয়ানডেতে ৬ উইকেট ও ১৪টি-২০তে ৮ উইকেট নিয়েছেন তিনি।
ভারতের মাটিতে ৬ মার্চ (শুক্রবার) থেকে শুরু হবে আফগানিস্তান-আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ। পরের দু’টি টি-টোয়েন্টি হবে ৮ ও ১০ মার্চ। সিরিজকে সামনে রেখে নিজেদের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ও আফগানিস্তান।
আয়ারল্যান্ড টি-টোয়েন্টি দল
অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), গ্যারেথ ডেলানি, কেভিন ও’ব্রায়েন, বয়েড র্যানকিন, সিমি সিং, পল স্টার্লিং, জর্জ ডকরেল, শেন গেটকেট, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, হ্যারি টেক্টর, লোরক্যান টাকার, গ্যারি উইলসন ও ক্রেইগ ইয়ং।
আফগানিস্তান টি-টোয়েন্টি দল
আসগর আফগান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, করিম জানাত, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, নবীন উল হক, শাপুর জাদরান, মুজিব উর রহমান, কাইস আহমেদ, সামিউল্লাহ শেনওয়ারি, আযমাতুল্লাহ ওমরজাই এবং উসমান ঘনি।