ভালোর প্রত্যাশায় অস্ট্রেলিয়া গেল বাংলাদেশ নারী দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৮ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০২০
ভালোর প্রত্যাশায় অস্ট্রেলিয়া গেল বাংলাদেশ নারী দল

ভালো কিছু করার লক্ষ্য নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অস্ট্রেলিয়া গেলেন বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপের উদ্দেশে রোববার ঢাকা ছাড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়ায় ২১ ফেব্রুয়ারি শুরু হবে এ টুর্নামেন্ট।

টুর্নামেন্টে শুরুর আগে স্থানীয় দলগুলোর সঙ্গে যথাক্রমে ৭, ১০ ও ১২ ফেব্রুয়ারি তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের নারীরা। এরপর আইসিসি আয়োজিত দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। ১৫ ও ২০ ফেব্রুয়ারি দুই প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ যথাক্রমে থাইল্যান্ড ও পাকিস্তান।

বিশ্বকাপে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চার বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। প্রতিপক্ষ দলগুলোর মধ্যে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে ম্যাচ খেলার কোন অভিজ্ঞতাই নেই বাংলাদেশ দলের।

দেশ ছাড়ার আগে টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুন বলেন, ‘টুর্নামেন্টে ভালো ফল অর্জনে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। প্রতিপক্ষ দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আমাদেরকে দক্ষতার সঙ্গে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আশা করি আমরা সেরাটা দিতে পারব।’
sportsmail24
২৪ ফেব্রুয়ারি পার্থে ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ২৭ ফেব্রুয়ারি ক্যানবেরায় স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের নারীরা। নিউজিল্যান্ডের বিপক্ষে মেলবোর্নে ২৯ ফেব্রুয়ারি গ্রুপ ম্যাচের লড়াইয়ে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মোকাবেলা করবে সালমা বাহিনী।

দশ দলের এ টুর্নামেন্টে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। ৫ মার্চ সিডনিতে এবং ৮ মার্চ মেলবোর্নে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল।

বাংলাদেশ স্কোয়াড
সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ, জাহানারা আলম, মুর্শিদা খাতুন, আয়েশা রহমান, নিগার সুলতানা, সানজিদা ইসলাম, খাদিজা-তুল- কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক, নাহিদা আকতার, ফাহিমা খাতুন, রিতু মনি ও শোভানা মুস্তারি।

স্ট্যান্ড বাই
শায়লা শারমিন, লতা মন্ডল, সুরাইয়া আজমিম, পুজা চক্রবর্ত্তী ও রাবেয়া।



শেয়ার করুন :


আরও পড়ুন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল

টি-২০ নারী বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

টি-২০ নারী বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

২০২০ নারী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ

২০২০ নারী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ