কোহলিদের জরিমানা করলো আইসিসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৫ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২০
কোহলিদের জরিমানা করলো আইসিসি

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ইতোমধ্যে ৪ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে সফরররত ভারত। তবে শেষ ম্যাচে (চতুর্থ ম্যাচ) স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়েছেন কোহলিরা।

সিরিজের শেষ হওয়া চার ম্যাচে দুটিতে ভারত জয় পেয়েছে সুপার ওভারে। শেষ ম্যাচে ওয়েলিংটনে প্রথমে ব্যাটিং করে ১৬৫ রানের লক্ষ্যমাত্রা দাঁড় করায় ভারতীয় দল। এরপর ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড করে সমান সংখ্যক রান, ১৬৫। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করে ১৩ রান করে। জবাবে ব্যাট হাতে কেএল রাহুল-বিরাট কোহলিরা সহজেই জয় তুলে নেন।

এর আগে সিরিজের তৃতীয় ম্যাচেও ভারতীয় দল জয় পায় সুপার ওভারে। রোহিত শর্মা সুপার ওভারে দুটি পেল্লাই ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়ে দেন।

সিরিজ পকেটে পুরে ভারতীয় দলের ক্রিকেটাররা এখন খোশ মেজাজে। তবে এরই মধ্যে শাস্তির খাঁড়া কোহলিদের মন খারাপ করে দিতে পারে। স্লো-ওভার রেটের কারণে ম্যাচ ফি’র ৪০ শতাংশ কাটা হচ্ছে। শেষ ম্যাচে বোলিংয়ে নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার দেরিতে শেষ করেছে ভারত।

আইসিসির নিয়মবিধির আর্টিকেল ২.২২ ভঙ করায় প্রতি ওভারের জন্য ম্যাচ ফি-র ২০ শতাংশ কাটা যাচ্ছে অধিনায়কের। অন-ফিল্ড আম্পায়ার ক্রিস ব্রাউন, শন হেইগ এবং থার্ড আম্পায়ার অ্যাশলে মেহরোত্রা অভিযোগ করেন। ম্যাচ রেফারি ক্রিস ব্রড শাস্তির এ সিদ্ধান্ত দিয়েছেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

সুপার ওভারে আবারও নিউজিল্যান্ডের হার, ভারতের সিরিজ নিশ্চিত

সুপার ওভারে আবারও নিউজিল্যান্ডের হার, ভারতের সিরিজ নিশ্চিত

সুপার ওভারে নিউজিল্যান্ডের যত ‘কান্না’

সুপার ওভারে নিউজিল্যান্ডের যত ‘কান্না’

ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড দলে নেই পেস ত্রয়ী

ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড দলে নেই পেস ত্রয়ী

আবারও সুপার ওভারে কপাল পুড়লো নিউজিল্যান্ডের

আবারও সুপার ওভারে কপাল পুড়লো নিউজিল্যান্ডের