টি-টোয়েন্টি সিরিজেও নেই আর্চার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ৩১ জানুয়ারি ২০২০
টি-টোয়েন্টি সিরিজেও নেই আর্চার

ফাইল ছবি

কনুইর ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারবেন না ইংল্যান্ড পেসার জোফরা আর্চার। ইতোমধ্যে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। তার পরিবর্তে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ল্যাঙ্কাশায়ারের পেসার সাকিব মাহমুদ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইনজুরিতে পড়েন আর্চার। ফলে সিরিজের পরের তিন টেস্টে খেলতে পারেননি। প্রথম টেস্টে ৬ উইকেট শিকার করেছিলেন ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য আর্চার। ওই টেস্টে ইংল্যান্ড ১০৭ রানের ব্যবধানে হারে। তবে পরবর্তীতে চার ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নেয় ইংলিশরা।

আর্চার ইনজুরি আরও বড় বিপদ সংকেত দিচ্ছে। এ ইনজুরির কারণে মার্চে শ্রীলঙ্কা সফরও মিস করতে পারেন তিনি।
তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন ২২ বছর বয়সী সাকিব। দেশের হয়ে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। গত নভেম্বরে নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচে ৩টি উইকেটও শিকার করেন এ পেসার।

এদিকে ইনজুরির কারণে আর্চারকে দীর্ঘদিন বিশ্রামে রাখার পরিকল্পনা রয়েছে ইংল্যান্ডের। পাশাপাশি ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকছেন বিশ্বকাপ জয়ী দলের তিন সদস্য জশ বাটলার, বেন স্টোকস ও মার্ক উড।

বিশ্বকাপের ফাইনালে দুভার্গ্যক্রমে ইংল্যান্ডের কাছে হেরেছিল নিউজিল্যান্ড। লর্ডসের ওই ফাইনালে ৫০ ওভারের ম্যাচটি টাই হয়েছিল। পরবর্তীতে সুপার ওভারও টাই হয়। কিন্তু পুরো ম্যাচে বাউন্ডারি ও ওভার বাউন্ডারির হিসেবে এগিয়ে থাকায় প্রথমবারের মত বিশ্বকাপ শিরোপা জয় করে ইংল্যান্ড।



শেয়ার করুন :


আরও পড়ুন

আবারও সুপার ওভারে কপাল পুড়লো নিউজিল্যান্ডের

আবারও সুপার ওভারে কপাল পুড়লো নিউজিল্যান্ডের

ধোনিকে টপকে তৃতীয় স্থানে কোহলি

ধোনিকে টপকে তৃতীয় স্থানে কোহলি

স্টুয়ার্ট ব্রডকে জরিমানা করেছে আইসিসি

স্টুয়ার্ট ব্রডকে জরিমানা করেছে আইসিসি

সাকিবের জায়গায় যুক্ত হলেন কুক

সাকিবের জায়গায় যুক্ত হলেন কুক