প্রথম ধাপে পাকিস্তান সফলে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। হারের চেয়ে সবচেয়ে বেশি চোখে পড়েছে টাইগারদের বাজে ব্যাটিং দৃশ্য। সিরিজের প্রথম ম্যাচে ১৪১ রান করলেও দ্বিতীয় ম্যাচে টাইগারদের সংগ্রহ ছিল ১৩৬।
পাকিস্তান সফর শেষে সোমবার রাতে একই বিমানে দেশে ফিরেছেন বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। প্রথম ধাপে পাকিস্তান সফর নিয়ে আজ বুধবার (২৯ জানুয়ারি) সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
বেক্সিমকো অফিসে সংবাদ সম্মেলনে ‘অদ্ভুতুড়ে’ ব্যাটিং অর্ডার নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পাপন। অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ছিল, তামিম যখন ছিল না গত দুই সিরিজে। ভারতের বিপক্ষে ও ট্রাইনেশন সিরিজে লিটন দাস ও নাইম ওপেন করেছে। সো, আমাদের দু’জন ওপেনার এখানে আছে। আবার সৌম্য আছে যে নাকি ওপেন করতো। সেকেন্ড ম্যাচে যখন নাকি নাইম আউট হয়ে গেল লিটনকে না নামিয়ে, সৌম্যকে না নামিয়ে হঠাৎ করে মেহেদী। যার সাতে খেলার কথা আমার হিসাবে, ছয়ে খেলার কথা আফিফের। ওরা কেনো তিন-চারে আসলো এটা প্রশ্নটা করেছিলাম।’
বিসিবি সভাপতি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে এক্সপেরিমেন্ট নাকি কী আমি জানি না। তিনে অবশ্যই লিটন দাসের নামার কথা। তামিম, লিটন ও নাইমের মধ্যে দু’জন ওপেন করবে, একজন তিনে খেলবে। এটা হলো অবভিয়াস।’
মুশফিকের অনুপস্থিতিতে মাহমুদউল্লাহ রিয়াদ চারে খেলবেন বলে ভেবেছিলেন বিসিবি সভাপতি। বলেন, ‘চারে যেহেতু মুশফিক নাই, রিয়াদ আসতে পারে। কারণ, রিয়াদের খুব শখ উপরে খেলার। কিন্তু এ সিরিজে দেখেছি রিয়াদ পারলে একেবারে শেষে নামে, লাস্ট ওভারে। তো আমি এ জিনিসগুলোই জিজ্ঞাসা করেছিলাম, ঘটনাটা কী। ওদের সাথে যা বলার বলেছি, সব আপনাদের (সাংবাদিক) বলা যাবে না।’
পাকিস্তানের কাছে বোলিংয়ের চেয়ে সবচেয়ে বাজে ছিল বাংলাদেশের ব্যাটিং। স্কোর ছিল খুবই ছোট। নাজমুল হাসান পাপনের মতে টি-টোয়েন্টি ক্রিকেটে স্কোরবোর্ডে ১৩০-৪০ তুলে জেতা যাবে না। বলেন, ‘একটা জিনিস স্পষ্ট ১৩০-৪০ করে কারো সাথেই জেতা সম্ভব না।’