নিজেদের আরও ভালো দাবি মাহমুদউল্লাহর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫১ পিএম, ২৮ জানুয়ারি ২০২০
নিজেদের আরও ভালো দাবি মাহমুদউল্লাহর

ফাইল ছবি

লাহোরে বাংলাদেশ-পাকিস্তানের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এর আগে স্বাগতিক পাকিস্তানের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ। তবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে ২-০ ব্যবধানে হারলেও নিজের দলকে এর চাইতেও ভালো দাবি করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বৃষ্টিতে শেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সোমবার পুরস্কার বিবতরণী শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বলেন, ‘পাকিস্তান এক নম্বর দল, আমরা ৯ নম্বর। কিন্তু আমরা আরও ভালো পারফর্ম করতে চেয়েছি। যেটা আমরা করতে পারিনি। আমাদের সম্ভাবনা ছিল, প্রতিভা ছিল, কিন্তু প্রয়োগ করতে পারিনি। তারা আমাদের থেকে ভালো করেছে।’

তিনি বলেন, ‘নিজেদের পারফরম্যান্সে আমি খুব হতাশ। আমরা আসলে এর চেয়ে ভালো দল। পাকিস্তানকে কৃতিত্ব দিতে হবে। প্রথম ম্যাচে আমরা কিছুটা লড়াই করেছিলাম। পরের ম্যাচে আমরা লড়াই করতে পারিনি। তারা সহজেই জিতেছে। এখন আমাদের সবাইকে আলোচনায় বসতে হবে এবং ভাবতে হবে, কোথায় উন্নতি করা দরকার। এ একটা ফরম্যাট যেখানে আমাদের অনেক উন্নতির জায়গা আছে। আমাদের দলটা তরুণ। তাদের নিয়ে কাজ করতে হবে। আমাদের অভিজ্ঞতা অর্জনের জন্য পর্যাপ্ত সুযোগ ও সময় দরকার। আশা করছি, ভবিষ্যতে এ তরুণরা দারুন খেলবে।’

সিরিজে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ৫ উইকেটে ও দ্বিতীয়টিতে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। তারপরও ব্যাট হাতে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশের তামিম ইকবাল। ২ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ১০৪ রান করেছেন তিনি। প্রথম ম্যাচে ৩৪ বলে ৩৯ রান করেন তামিম। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আরও বড় ইনিংস খেলেছেন, ৫৩ বলে ৬৫ রান।

ফলে হেরে যাওয়া সিরিজ থেকে তামিমের ব্যাটিংকে প্রাপ্তি হিসেবে দেখছেন মাহমুদউল্লাহ। বলেন, ‘এ সিরিজে প্রাপ্তি মনে হয় একটু কম। প্রাপ্তি যদি বলতে হয়, তবে আমি শুধুমাত্র তামিমের ব্যাটিংকেই বলব। কারণ উইকেটের আচরণ বুঝেই সেভাবে ব্যাটিং করেছে সে। তামিম তার অভিজ্ঞতা নিয়ে সামনে এগিয়ে এসেছে। কিন্তু পুরো ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করতে পারিনি। যদিও উইকেট ব্যাটিং সহায়ক ছিল না। তারপরও আমার মনে হয়, এ উইকেটে ভালো করার সমার্থ্য আমাদের ছিল।’

ব্যাটসম্যানদের মধ্যে শুধু তামিমের প্রশংসা করলেও নিজ দলের বোলারদের প্রশংসা করেছেন মাহমুদউল্লাহ। বলেন, ‘আমার মনে হয় বোলিং ইউনিটের কথা বলতে গেলে, দলের বোলাররা মোটামুটি ভালোই করেছে। প্রথম ম্যাচে বোলাররা বেশ ভালো বোলিং করেছিল। দ্বিতীয় ম্যাচে আমরা ব্যাটিংয়ে বড় কিছু করতে পারিনি, তাই বোলারদেরও তেমন কিছু করার ছিল না।’



শেয়ার করুন :


আরও পড়ুন

শূন্য হাতেই দেশে ফিরলো বাংলাদেশ

শূন্য হাতেই দেশে ফিরলো বাংলাদেশ

সিরিজ হারলেও সর্বোচ্চ রান তামিমের

সিরিজ হারলেও সর্বোচ্চ রান তামিমের

আবারও সেই একই আক্ষেপ, সমাধান অজানা

আবারও সেই একই আক্ষেপ, সমাধান অজানা

টাইগারদের ক্ষুধা নেই, মানসিকতাও দুর্বল

টাইগারদের ক্ষুধা নেই, মানসিকতাও দুর্বল