টাইগারদের ক্ষুধা নেই, মানসিকতাও দুর্বল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৪ পিএম, ২৭ জানুয়ারি ২০২০
টাইগারদের ক্ষুধা নেই, মানসিকতাও দুর্বল

ফাইল ছবি

স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে প্রথম দু’ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। দুই ম্যাচেই ব্যাটসম্যানদের ব্যর্থতা সকলের চোখে স্পষ্টভাবে ধরা পড়েছে। টাইগারদের ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জিও সেই একই কথা বলছেন। তার ভাষায়, বাংলাদেশি ব্যাটসম্যানদের ম্যাচ জয়ের ক্ষুধা না থাকা ও দুর্বল মানসিকতাই সিরিজ হারের প্রধান কারণ।

পাকিস্তান সফরে না যাওয়ার দলে রয়েছে ম্যাকেঞ্জি। টেস্ট পরামর্শক হওয়ায় পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য দেশেই বড় ফরম্যাটের খেলোয়াড়দের নিয়ে কাজ করছেন তিনি। মূল দল পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেললেও ম্যাকেঞ্জি টেস্ট ব্যাটসম্যানদের নিয়ে মিরপুরে অনুশীলন শুরু করেছেন

অনুশীলন শেষে রোববার ম্যাকেঞ্জি বলেন, বাংলাদেশের ব্যাটসম্যানদের আরও বেশি ক্ষুধার্ত ও ধারাবাহিকতা দেখাতে হবে। মাঝে-মাঝে নিজের জন্য নয়, দলের জন্য স্বার্থপর হতে হবে।

ম্যাকেঞ্জি মূলত বাংলাদেশ টেস্ট দলের ব্যাটিং পরামর্শক। তবে দলের প্রতি নিজের হতাশা প্রকাশ করতে দ্বিধা করেননি তিনি। তার মতে, জাতীয় দলের কিছু খেলোয়াড় কোন লক্ষ্য ছাড়াই দলের অংশ হতে পেরে খুশি।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশের স্কোর ছিল ৫ উইকেটে ১৪১ রান ও ৬ উইকেটে ১৩৬ রান। আর দু’ম্যাচে ৫ ও ৯ উইকেটে হেরেছে টাইগাররা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাকেঞ্জি বলেন, ‘আমাদের আরও বেশি ধারাবাহিকতা দরকার এবং আমি চাই কিছু খেলোয়াড় নিজের জন্য নয়, দলের জয়ের জন্য কিছু খেলোয়াড় স্বার্থপর হোক। যদি আমি ৮০ রান করি, তবে কেন ১৪০ বা ২০০ রান করতে পারবো না? আমি চাই, তারা আরও অনেক স্বার্থপর হোক এবং আরও বেশি ক্ষুধার্ত হোক।’
sportsmail24
তিনি আরও বলেন, ‘আমার চাওয়া ধারাবাহিকতার জন্য তারা ক্ষুর্ধাত হোক। কেননা অনেক সময়ই দেখা যায় কিছু খেলোয়াড় পরের ম্যাচে দলে থাকার জন্য ৪০ রান করেই খুশি হয়ে থাকে, এটা খুবই ভুল মানসিকতা। আমি চাই, ছেলেরা বিশ্বের সেরা ব্যাটসম্যান হোক এবং আমরা সেটি করার চেষ্টা করছি। কিন্তু তারা যেভাবে আউট হচ্ছে সেটা হতাশাজনক।’

পাকিস্তানে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ধীরালয়ে শুরু হলেও বাংলাদেশ ভালো ভিত্তি পেয়েছিল কিন্তু মিডল অর্ডার সেটা কাজে লাগাতে পারেনি। যা ম্যাকেঞ্জিকে হতাশ করেছে, যে কারণেই তিনি ব্যাটসম্যানদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ম্যাকেঞ্জি বরেন ‘এ মূর্হুতে দলে অনেক অনভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। কী হতে যাচ্ছে মাঠে নামার আগেই আমরা বুঝতে পারছিলাম। কিন্তু তারপরও এটা হতাশাজনক। আমি মনে করি, দ্বিতীয় টি-টোয়েন্টিতে আমরা ভালো শুরু করতে মিস করেছি। এটি আমার জন্য হতাশার। আমরা গেল কয়েক বছর ধরে, স্ট্রাইক রোটেশন করার জন্য অনেক চেষ্টা করেছি। বোলারদের চাপের মধ্যে ফেলেছি। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, যেখানে বল করতে চান সেখানে বোলিং করা। কিন্তু শেষ টি-টোয়েন্টি ম্যাচে তা করতে আমি খুব বেশি দেখিনি।’

দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার ম্যাকেঞ্জি বাংলাদেশ ব্যাটসম্যানদের মধ্যে শক্ত মানসিকতার অভাব দেখছেন। এছাড়া সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম না থাকায় বাংলাদেশ দলকে অনভিজ্ঞ হিসেবেই দেখছেন তিনি।

বলেন, ‘৪-৫ ও ৬ নম্বরে ব্যাট করতে আলাদা দক্ষতার প্রয়োজন। আপনি যখন শূন্যতে আছেন, তখন ভালো মানের স্পিনারের মুখোমুখি হবেন, এটি হবে ভিন্ন ধরনের মানসিকতা। আপনাকে নিজের খেলাটি সর্ম্পকে, স্ট্রাইক বদল এবং পরে বাউন্ডারি আদায় করে নেওয়ার চেষ্টা করতে হবে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় টেস্ট ও টি-টোয়েন্টি, ওয়ানডে চট্টগ্রামে

জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় টেস্ট ও টি-টোয়েন্টি, ওয়ানডে চট্টগ্রামে

আবারও সেই একই আক্ষেপ, সমাধান অজানা

আবারও সেই একই আক্ষেপ, সমাধান অজানা

হার দিয়ে পাকিস্তান সফর শুরু টাইগারদের

হার দিয়ে পাকিস্তান সফর শুরু টাইগারদের

নিষেধাজ্ঞায় থাকা সাকিবকে পেছনে ফেললো তামিম

নিষেধাজ্ঞায় থাকা সাকিবকে পেছনে ফেললো তামিম