পাকিস্তান সফরে স্বাগতিকদের বিপক্ষে আগে ব্যাট করে ১৪১ রানের স্কোর গড়ে ৫ উইকেটে হেরে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এবার সিরিজের দ্বিতীয় ম্যাচে আরও ছোট স্কোর গড়লো বাংলাদেশ।
শনিবার (২৫ জানুয়ারি) টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধাররিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ব্যাট হাতে বাংলাদেশের পক্ষে ৫৩ বলে সর্বোচ্চ ৬৫ রান করেছে ওপেনার তামিম ইকবাল।
তামিম ছাড়া আফিফ ও মাহমুদউল্লাহ রিয়াদ যথাক্রমে ২১ ও রান সংগ্রহ করেছেন। এছাড়া বাকি সবাই ছিল যাওয়া-আসার মধ্যে।
এদিকে প্রথম ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন নিয়ে দ্বিতীয় ম্যাচ খেলছে বাংলাদেশ। ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান। এখন পর্যন্ত মাত্র ১টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল ২৫ বছর বয়সী মেহেদির।
অন্যদিকে প্রথম ম্যাচের একাদশ নিয়েই খেলতে নেমেছে পাকিস্তান।
বাংলাদেশ একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ নাইম, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মেহেদি হাসান, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), আহসান আলী, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাদাব খান, হারিস রউফ, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন।