নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসানকে টপকে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক হলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। শুক্রবার (২৪ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৩৯ রানের ইনিংস খেলেন তামিম।
ক্যারিয়ারের ৭২ ইনিংসে তামিমের রান এখন ১৫৯৫। ৭৬ ইনিংসে সাকিবের রান ১৫৬৭। এ ম্যাচের আগে তামিমের রান ছিল ১৫৫৬। অর্থাৎ, সাকিবকে টপকে যেতে তামিমের দরকার ছিল মাত্র ১২ রান।
বাংলাদেশ ইনিংসে ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে পাকিস্তানের পেসার হারিস রউফকে বাউন্ডারি মেরে সাকিবকে পেছনে ফেলেন তামিম। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে শেষ পর্যন্ত ৩৪ বলে ৩৯ রান করেন তামিম।
বাংলাদেশের হয়ে তামিমের সর্বমোট রান এখন ১৫৯৫। কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তামিমের রান এখন ৭৬ ইনিংসে ১৬৫২। কারণ, বাংলাদেশের পক্ষে ছাড়াও বিশ্ব একাদশের হয়ে চার ম্যাচে ৫৭ রান আছে তামিমের।
বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক মাহমুদউল্লাহ। ৮৪ ইনিংসে ১৪৪৯ রান আছে তার।
এদিকে দেশের সর্বোচ্চ রানের মালিক হলেন পাকিস্তানের কাছে ম্যাচ হেরেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৪১ রান করে বাংলাদেশ। জবাবে শেষ ওভারে ৩ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান।