টি-টোয়েন্টি র্যাংকিংয়ে সবার ওপরে আছে পাকিস্তান। তবে সম্প্রতি দেশের মাটিতে শ্রীলঙ্কার কাছে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে তারা। ফলে বাংলাদেশের বিপক্ষে তরুণ খেলোয়াড়দের নিয়ে দল সাজিয়েছে পাকিস্তান। এমনকি বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা বাঁ-হাতি পেসাার মোহাম্মদ আমিরও জায়গা পাননি দলে।
অন্যদিকে বাংলাদেশ দলও অনেকটা তরুণ নির্ভর। নিরাপত্তার ইস্যুতে পাকিস্তানে খেলতে যাননি টাইগারদের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। দলের দায়িত্বে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে সাম্প্রতিক পারফরমেন্স বিচারে পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের জেতা উচিত বলে মনে করেন নিষেধাজ্ঞার কারণে ক্রিকেট থেকে বাইরে থাকা দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বুধবার এক অনুষ্ঠানে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে কথা বলেন সাকিব। বলেন, ‘সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। সুতরাং আমাদেরও সিরিজ জেতা উচিত।’
নিরাপত্তা ইস্যুটি সবচেয়ে বড় হওয়ার পরও পাকিস্তান সফরের জন্য বাংলাদেশকে শুভ কামনা জানিয়েছেন তিনি। সাকিব বলেন, ‘আমি আশা করি, তার সেখানে নিরাপদে থাকবে এবং নিরাপদে দেশে ফিরবে এবং অবশ্যই সাফল্য নিয়ে দেশে ফিরবে।’
নিরাপত্তার শঙ্কায় তিন ধাপে পাকিস্তান সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ধাপে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ (বুধবার) রাত ৮টায় বিশেষ বিমানে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম সফরে ২৪ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৭ জানুয়ারি। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল।