মুশফিক-মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে রান পাহাড়ে খুলনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ১০ জানুয়ারি ২০২০
মুশফিক-মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে রান পাহাড়ে খুলনা

বঙ্গবন্ধু বিপিএলে আবারও সেঞ্চুরি বঞ্চিত হলেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ৫৭ বলে অপরাজিত ৯৮ রান করেছেন মুশফিক। ইনজুরিতে আক্রান্ত হওয়ার আগে ৪৫ বলে ৭৪ রান সংগ্রহ করেন মেহেদী হাসান মিরাজ।

টস হেরে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজে দুর্দান্ত ব্যাটিংয়ে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে নির্ধারিত ওভার শেষে ২ উইকেটে ২১৮ রান করেছে খুলনা টাইগার্স।

৫৭ বলে অপরাজিত ৯৮ রান করেন মুশফিক। চলমান বিপিএলে এর আগে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৯৬ রান করে আউট হয়েছিলেন মুশফিক।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের চতুর্থ বলেই ওপেনার নাজমুল হোসেন শান্তকে হারায় খুলনা। ১ রান করে ফিরেন শান্ত। এরপর ইনফর্ম রাইলি রুশো ১১ বলে ২৪ রান করে থামেন।

দলীয় ৩৩ রানে রুশোর বিদায়ের পর শক্ত হাতে হাল ধরেন আরেক ওপেনার মেহেদী হাসান মিরাজ ও অধিনায়ক মুশফিক। মারমুখী মেজাজে ব্যাট করে ৯১ বলে অবিচ্ছিন্ন ১৬৮ রান যোগ করেন তারা। আহত অবসর নেন মিরাজ। আহত অবসরের আগে ৫টি চার ও ৩টি ছক্কায় ৪৫ বলে ৭৪ রান করেন মিরাজ। ৩৩ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মিরাজ।

৩৮ বলে হাফ-সেঞ্চুরি করা মুশফিক, শেষ পর্যন্ত সেঞ্চুরির দোড় গোড়ায় দাঁড়িয়ে হতাশা নিয়ে মাঠ ছাড়েন। তার ৫৭ বলের ইনিংসে ১২টি চার ও ৩টি ছক্কা মারেন মুশি। ১টি ছক্কায় ৪ বলে অপরাজিত ৭ রান করেন আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান।

কুমিল্লার ইরফান হোসেন ও আফগানিস্তানের মুজিব-উর-রহমান ১টি করে করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
খুলনা টাইগার্স : ২১৮/২, ২০ ওভার (মুশফিক ৯৮*, মিরাজ ৭৪ আহত অবসর, মুজিব ১/১৮)।



শেয়ার করুন :


আরও পড়ুন

দলনেতা মুশফিকের প্রশংসায় ফ্রাইলিঙ্ক

দলনেতা মুশফিকের প্রশংসায় ফ্রাইলিঙ্ক

বিপিএলে মুশফিকের অনন্য মাইলফলক

বিপিএলে মুশফিকের অনন্য মাইলফলক

মাথায় তুলবেন না, আমার অনুরোধ : মুশফিক

মাথায় তুলবেন না, আমার অনুরোধ : মুশফিক

আইপিএল নয়, বাংলাদেশের হয়ে খেলাই গর্বের : মুশফিক

আইপিএল নয়, বাংলাদেশের হয়ে খেলাই গর্বের : মুশফিক