বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগে হ্যাটট্রিক করেছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। সিডনি সিক্সার্সের বিপক্ষে টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলতে নামা রশিদ।
হ্যাটট্রিক হ্যাটট্রিকের মধ্যে একটি আন্তর্জাতিক অঙ্গনে। আর অন্য দু’টি স্বীকৃত ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে। এর মধ্যে ২০১৭ সালে প্রথম হ্যাটট্রিক করেন রশিদ।
ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালাওয়াশের বিপক্ষে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে হ্যাটট্রিক করেছিলেন তিনি। ওই ম্যাচে ৩২ রানে ৩ উইকেট নিয়েছিলেন। ম্যাচটি ৫ উইকেটে জিতেছিল আমাজন।
এরপর গত বছর দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে চার বলে চার উইকেট শিকার করেন রশিদ। ওই ইনিংসে ২৭ রানে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি। ম্যাচটি আফগানরা ৩২ রানে জিতেছিল।
রশিদের প্রথম দুই হ্যাটট্রিকে দল জয় পেলেও তার তৃতীয় হ্যাটট্রিক ম্যাচে হারের স্বাদ পায় অ্যাডিলেড। মঙ্গলবার দিনগত রাতে ওই ম্যাচে ২ উইকেটে ম্যাচ জিতেছে সিডনি।
Rashid Khan's got a hat-trick on Josh Hazlewood's birthday! #BBL09 pic.twitter.com/4alJfpWzCY
— KFC Big Bash League (@BBL) January 8, 2020