টি-টোয়েন্টি ক্রিকেটে আন্দ্রে রাসেলের ৪শ’ ছক্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩১ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৯
টি-টোয়েন্টি ক্রিকেটে আন্দ্রে রাসেলের ৪শ’ ছক্কা

বিশ্বের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪শ’ ছক্কার মাইলফলক স্পর্শ করলেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান আন্দ্রে রাসেল।

শনিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ২৩তম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ব্যাট হাতে নেমে ৪টি ছক্কায় ২১ বলে অপরাজিত ৩৭ রান করেন রাসেল। এ চার ছক্কার মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪শ ছক্কার মাইলফলক স্পর্শ করেন তিনি।

রাসেলের আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪শ’ বা তার বেশি ছক্কা হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল-কাইরন পোলার্ড, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ও অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন।

এর মধ্যে গেইল ৪শ’ ম্যাচে ৯৬৬টি, পোলার্ড ৪৯৬ ম্যাচে ৬৪৭টি, ম্যাককালাম ৩৭০ ম্যাচে ৪৮৫টি, ওয়াটসন ৩১৭ ম্যাচে ৪৩১টি ও রাসেল ৩১২ ম্যাচে ৪০১টি ছক্কা মারেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

কলকাতা নাইট রাইডার্সের উপর ক্ষুব্ধ রাসেল

কলকাতা নাইট রাইডার্সের উপর ক্ষুব্ধ রাসেল

সুযোগ পেয়েও আউট করলেন না রাসেল!

সুযোগ পেয়েও আউট করলেন না রাসেল!

দুই ম্যাচে দুই গাড়ি, গ্যারাজ বড় করতে হবে আন্দ্রে রাসেলের

দুই ম্যাচে দুই গাড়ি, গ্যারাজ বড় করতে হবে আন্দ্রে রাসেলের

রেকর্ড তো বটেই, অবিশ্বাস্য কীর্তি গড়লেন রাসেল

রেকর্ড তো বটেই, অবিশ্বাস্য কীর্তি গড়লেন রাসেল