ফিরেই মাইলফলক স্পর্শ করলেন মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯
ফিরেই মাইলফলক স্পর্শ করলেন মাহমুদউল্লাহ

বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা পর্বেই মাঠে ফিরলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার ফেরার ম্যাচে রংপুরকে হারিয়ে জয় তুলে নিয়েছে চট্টগ্রাম। একই সঙ্গে বিপিএলের ফেরার প্রথম ম্যাচে অন্যরকম এক মাইলফলক স্পর্শ করলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

গত মাসে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে হামস্ট্রিং ইনজুরিতে পড়ায় ‘বঙ্গবন্ধু বিপিএলে’ প্রথম দুই ম্যাচ মিস করেছেন মাহমুদউল্লাহ। তবে আজ (শনিবার) বিপিএলে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নেমেই অন্য এক সেঞ্চুরি করলেন তিনি।

মাঠে ফিরেই টি-২০ ঘরোয়া ক্রিকেটে একশ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচে চট্টগ্রামের ষষ্ঠ বোলার হিসেবে আক্রমণে এসে রংপুরের জহিরুল ইসলামকে আউট করে ঘরোয়া ক্রিকেটে একশ’ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন।

সংক্ষিপ্ত ভার্সনে ২০৪তম ম্যাচে বল হাতে একশ’ উইকেট শিকার করলেন মাহমুদউল্লাহ। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৮৩ ম্যাচে মাহমুদউল্লাহর উইকেট ৩১।

এদিকে মাহমুদউল্লাহ রিয়াদের ফেরার দিনে জয় তুলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রংপুর রেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রংপুরের করা ১৫৭ রানের জবাবে ১০ বল বাকি থাকতেই জয় তুলে নেয় চট্টগ্রাম।



শেয়ার করুন :


আরও পড়ুন

জয় দিয়েই ঢাকা পর্ব শেষ করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

জয় দিয়েই ঢাকা পর্ব শেষ করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

খুলনার কাছে ধরা খেল চট্টগ্রাম

খুলনার কাছে ধরা খেল চট্টগ্রাম

সিলেটকে হারিয়ে চট্টগ্রামের শুভ সূচনা

সিলেটকে হারিয়ে চট্টগ্রামের শুভ সূচনা

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় ৫ বাংলাদেশি

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় ৫ বাংলাদেশি