ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আফগানিস্তানের সিরিজ জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৫ এএম, ১৮ নভেম্বর ২০১৯
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আফগানিস্তানের সিরিজ জয়

টি-২০ দল খ্যাত ওয়েস্ট ইন্ডিজ এবার ধরা খেল আফগানিস্তানের কাছে। তিন ম্যাচে টি-২০ সিরিজের ১-১ এ সমতায় থাকা শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২৯ রান হারিয়ে দিয়েছে রশিদ খানের দল আফগানিস্তান।

রোববার টস জিতে প্রথম ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫৬ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ৫২ বলে খেলেন ৭৯ রানের এক ঝড়ো ইনিংস। এছাড়া আসঘর আফগান ২০ বলে ২৪ আর মোহাম্মদ নবী ৭ বলে ১৫ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২টি করে উইকেট নেন শেলডন কোট্রেল, কেমো পল আর কেসরিক উইলিয়ামস।

১৫৭ রানের লক্ষ্য খেলতে নেমে শুরু থেকেই ক্যারিবীয় বোলারদের দারুণ বোলিংয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ১৬ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে ধুঁকতে এগোতে থাকে ওয়েস্ট ইন্ডিজ।

তবে দলের বিপদের মুখে এক প্রান্ত ধরে খেলেছে শাই হোপ। ৪৬ বলে ৫২ রান করেন তিনি। তবে এতে যথেষ্ট ছিল না। ইনিংসের ১১ বল বাকি থাকতে হোপ ফেরার আগেই হার নিশ্চিত হয়ে যায় ক্যারিবীয়দের। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১২৭ রানে থামে তাদের ইনিংস।

দুর্দান্ত বোলিং করেছেন আফগানিস্তানের তরুণ পেসার নাভিন উল ইসলাম। ২৪ রান খরচায় ৩টি উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন মুজিব উর রহমান, গুলবাদিন নাইব, করিম জানাত ও রশিদ খান।

এ জয়ে তিন ম্যাচ টি-২০ ক্রিকেট সিরিজে ২-১ ব্যাবধানে সিরিজ জয় করে আফগানিস্তান। ম্যাচ সেরা হয়েছেন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ।



শেয়ার করুন :


আরও পড়ুন

কোচের কথায় সায় দিলেন বিসিবি সভাপতি

কোচের কথায় সায় দিলেন বিসিবি সভাপতি

সাকিবকে ছেড়ে দিল হায়দারাবাদ

সাকিবকে ছেড়ে দিল হায়দারাবাদ

হৃদয়ের সেঞ্চুরির রেকর্ড, সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ

হৃদয়ের সেঞ্চুরির রেকর্ড, সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ

ইন্দোরেই গোলাপি বলে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

ইন্দোরেই গোলাপি বলে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ