ভারত-বাংলাদেশের টি-২০ সিরিজ শেষে ছোট ফরম্যাটের সর্বশেষ র্যাংকিং ঘোষণা করেছে ক্রিকেটে প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই র্যাংকিংয়ের তিন ক্যাটাগরির কোথাও নাম নেই বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানের। ব্যাটসম্যান-বোলিং-অলরাউন্ডারদের তালিকায় সাকিবের নাম উধাও হয়ে গেছে।
ভারতীয় জুয়াড়িদের তথ্য গোপন করার কারণে আইসিসি কর্তৃক গত ২৯ অক্টোবর এক বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। তবে কোন কারণে আইসিসি টি-২০ র্যাংকিংয়ে সাকিবের নাম নেই তা এখনও স্পষ্ট করা হয়নি।
আইসিসি টি-২০ র্যাংকিংয়ে নাম না থাকলেও টেস্ট ও ওয়ানডে তালিকাতে সাকিবের নাম এখনও রয়েছে। সেখানে সাকিব টেস্টের ব্যাটিং তালিকায় ৩০, বোলিং তালিকায় ২০ ও অলরাউন্ডারদের তালিকায় তৃতীয় স্থানে আছেন।
এছাড়া ওয়ানডেতে ব্যাটিং তালিকায় ২৩, বোলিং তালিকায় ২৭ ও অলরাউন্ডার তালিকায় শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান।